বলিউডবিনোদন

সৌন্দর্যে ঐশ্বরিয়া রায়কে টেক্কা দেবেন জাভেদ জাফরির মেয়ে, শীঘ্রই আসতে পারেন বলিউডে

আলাভিয়া জাফরির বয়স মাত্র ২২ বছর

×
Advertisement

বলিউড ইন্ডাস্ট্রির কথা বললেই প্রত্যেকের মনেই আসে বিভিন্ন স্বাদের সিনেমার কথা। আর এই বলিউড ইন্ডাস্ট্রিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার কারিগর বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। ভারত তথা বিদেশেও এই বলিউডের নামডাক খুব একটা কম নেই। বিশেষ করে প্রত্যেক ভারতবাসী তাদের স্টাইল স্টেটমেন্ট চমকপ্রদ করার জন্য তারকাদের লাইফস্টাইল ফলো করে থাকেন। এই বলিউড তারকারা বেশিরভাগ সময় লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে থেকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এন্টারটেইনমেন্টের রসদ যুগিয়ে যাচ্ছেন। তবে এই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সবসময় চর্চা চলতে থাকে।

Advertisements
Advertisement

Advertisements

এই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হলেন জাভেদ জাফরি। তাঁর কৌতুক অভিনয় পছন্দ হয় ৮ থেকে ৮০ সকলের। ধামাল থেকে সূর্যবংশী বিভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে নিজের পটু অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেতা। তাই মোটামুটি সব সময় ইন্টারনেট দুনিয়ার চর্চায় থাকেন এই অভিনেতা। তাঁর ক্যারিয়ার নিয়ে অনেকে ওয়াকিবহাল হলেও খুব একটা তার ব্যক্তিগত জীবন চর্চায় আসেনা। আপনাদের জানিয়ে রাখি এই বলিউড অভিনেতার একটি মেয়ে রয়েছে যার নাম আলাভিয়া জাফরি।

Advertisements
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, আলাভিয়া জাফরির বর্তমানে বয়স মাত্র ২২ বছর। সে দেখতে খুবই সুন্দরী। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে তার ফটোশুটের বিভিন্ন ছবি ব্যাপক ভাইরাল হয়। তার ছবি দেখে অনেকেই বলেন যে সৌন্দর্যের নিরিখে হয়তো ঐশ্বর্য রাই বচ্চনকে টেক্কা দেন এই আলাভিয়া। তাঁর সৌন্দর্যের সামনে পাত্তা পাবেন না অনেক তাবড় তাবর অভিনেত্রী। অনেকেই মনে করেন বলিউডে খুব শীঘ্রই নিজের পরিচিতি গড়বেন আলাভিয়া জাফরি।

Related Articles

Back to top button