Today Trending Newsদেশনিউজ

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ কার্যত গৃহবন্দী ভারত

Advertisement
Advertisement

আজ গোটা ভারতবর্ষ কার্যত গৃহবন্দী। মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে জনতা কার্ফু-র সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আজ সেই কার্ফু পালন করার দিন। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে করা ভাষণে মোদীজি রবিবার সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু-র আবেদন জানান। আজ তাই স্তব্দ গোটা ভারতবর্ষ।

Advertisement
Advertisement

বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমাগত ভারত স্টেজ ২ থেকে স্টেজ ৩-র দিকে এগোচ্ছে। আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। ভারতের সব দেশেই করোনার থাবা বসেছে। তাই আজ প্রত্যেক নাগরিকের জন্য ১৪ ঘন্টা সেলফ-কোয়ারেন্টিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরফলে করোনাভাইরাস সংক্রমণের প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন : ‘কয়েক দিনের জন্য যে যেখানে রয়েছেন সেখানেই থাকুন’, দেশবাসীকে অনুরোধ প্রধানমন্ত্রীর

Advertisement
Advertisement

ভারতের বেশ কিছু রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে প্রায় সমস্ত লোকাল ট্রেন। দূরপাল্লার ট্রেন ও বন্ধ থাকবে। ভারতের রাজধানী দিল্লিতে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে আজ। নয়ডা ও গুরগাঁও-র মেট্রো ও বন্ধ রাখা হবে। কোলকাতাতে কয়েকটি মেট্রো চলবে। প্রধানমন্ত্রী জনতা কার্ফু-তে সবাইকে বাড়িতে থাকতে বলেছেন। ইমার্জেন্সি কাজ ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্যও আবেদন করেছেন।

এই জনতা কার্ফু একজনের থেকে ওপরজনের শরীরে ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে সাহায্য করবে। এর পাশাপাশি আগামী কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে দেশের নাগরিকদের সাহায্য করবে বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। তিনি জনতার দ্বারা জনগণের জন্য এই কার্ফু পালন করার আবেদন করেছেন।

Advertisement

Related Articles

Back to top button