নিউজপলিটিক্সরাজ্য

অরূপ রায়কে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল, স্টেন বসানোর পর অনেকটাই স্থিতিশীল মন্ত্রী

অরূপ রায়কে (Arup Roy) দেখতে হাসপাতালে জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)

Advertisement
Advertisement

অসুস্থ সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। ভরতি হয়েছেন কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তাকে দেখতে সোমবার তথা আজ দুপুরে হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভালোই রয়েছেন সমবায় মন্ত্রী, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন রাজ্যপাল। সূত্র হতে জানা গিয়েছে যে, অরূপ রায়কে দেখতে হাসপাতালে যেতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।

Advertisement
Advertisement

তার পরিবার সূত্রের খবর, ষাটোর্ধ্ব অরূপ রায়ের রয়েছে হাইপারটেনশন এবং ডায়াবেটিস। সেই কারণে তাকে প্রতিনিয়ত থাকতে হয় সাবধানে। তবে সম্প্রতি প্রশাসনিক এবং দলের কাজের বেশ অনেকটাই চাপ পড়েছে তার ওপরে। শনিবার সকাল থেকে বেশ অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে সেই সময় তাকে হাসপাতালে ভরতি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেই দিন বিকেলে হাওড়া তৃণমূল সদরের কার্যালয়ে দেখা গিয়েছিল তাকে। তখনই হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন নেতা। বাড়ি চলে যান তিনি। রবিবার ভোর থেকে অসুস্থতা আরও বাড়ে। শ্বাসকষ্ট এবং বুকে ব্যাথা শুরু হয় তার। এরপরই তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়।

Advertisement

ভরতির পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিক পরীক্ষা নিরীক্ষা করে তার। অ্যাঞ্জিওগ্রাম এবং পরে অ্যাঞ্জিওপ্লাস্টি ও করা হয়েছে। এরপরই সমবায় মন্ত্রীর শরীরে স্টেন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, স্টেন বসার পর আপাতত স্থিতিশীল মন্ত্রী অরূপ রায়। আপাতত বেশ কয়েকদিন হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। অসুস্থ মন্ত্রীকে দেখতেই সোমবার উডল্যান্ডসে যান রাজ্যপাল। ভালই রয়েছেন বলে জানান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগে ঠিক একইরকম সমস্যা দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়। স্টেনও বসাতে হয়েছে। এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button