নিউজToday Trending Newsআন্তর্জাতিকদেশবাজারদরব্যবসা-বানিজ্য ও অর্থনীতিরাজ্য

Israel Hamas War: ইজরায়েল হামাস যুদ্ধে প্রভাব পড়বে বুলিয়ান বাজারে, পুজোর আগে ব্যাপক দাম বাড়তে পারে সোনা রূপার

পশ্চিম এশিয়াতে যুদ্ধ ছড়িয়ে পড়লে অপরিশোধিত তেল সরবরাহ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে

Advertisement
Advertisement

আন্তর্জতিক রাজনীতিতে ইতিবাচক বা নেতিবাচক যাই ঘটনা হোক না কেন, তার প্রভাব দেখা যায় বিশ্বের প্রত্যেকটি দেশেই। আসলে বিশ্ব অর্থনীতি গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধে রেখেছে। রাশিয়ার চলমান যুদ্ধে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরু হয়। ফলে দেশটি এখন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে বিশ্ববাজারে এখনও অব্দি এর তেমন কোনো প্রভাব দেখা যায়নি। কিন্তু আন্তর্জাতিক শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন যে প্রভাব এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে না তবে দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব দেখা যাবে। যুদ্ধের প্রভাব সরাসরি দেখা যাবে সোনা রূপার দামে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

সামনে আসছে পুজোর সিজন। আর এই সময় প্রচুর সোনার গহনা কেনা হয়। তবে এই যুদ্ধের প্রভাবে ব্যাপক দাম বাড়তে চলেছে মূল্যবান হলুদ ধাতুর। এই প্রসঙ্গে নয়ডা জুয়েলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশীল কুমার জৈন বলেছেন যে সোনার প্রিমিয়াম প্রতি ১০ গ্রাম প্রতি ৭০০ টাকা থেকে ২০০০ টাকা বেড়েছে। আগে এটি ছিল প্রতি ১০ গ্রাম ১৩০০ টাকা। যেখানে রুপোর প্রিমিয়াম প্রতি ১ কেজিতে ১০০০ টাকা বেড়ে প্রতি ১ কেজি ৩৫০০ টাকা হয়েছে। আগে প্রতি ১ কেজি ছিল ২৫০০ টাকা।

Advertisement

আসলে এই যুদ্ধ যদি পশ্চিম এশিয়াতে ছড়িয়ে পড়ে তাহলে অপরিশোধিত তেল সরবরাহ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আর রপ্তানি বন্ধ হলে হুড়মুড়িয়ে দাম বাড়বে তেলের। তেলের দামের বৃদ্ধির সাথে মালবাহী শুল্ক বাড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে। পরিবহন খরচ বাড়লে পণ্যের দামও বাড়বে। যেহেতু ইজরায়েলে ভারতের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ, তাই ওই দেশে অনেক উদ্যোক্তা অর্থ বিনিয়োগ করেছেন। যুদ্ধ পরিস্থিতিতে তাঁদের ক্ষতি হলে সরাসরি প্রভাব পড়বে দেশীয় অর্থনীতিতে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button