টেক বার্তা

তবে কী ভারতে বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া? এই বিষয়ে কি বলছে সংস্থা

Advertisement
Advertisement

২৬ এ মের পর থেকেই কি দেশে ব্যান হয়ে যাবে Facebook এবং Twitter এর মতো সংস্থাগুলি? এমন প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মডিয়ায়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার নতুন গাইডলাইন এসেছিল ফেব্রুয়ারি মাসে। তবে সেই নতুন গাইডলাইন দেশীয় অ্যাপ কু বাদে কেউই মানেনি। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি কে দেওয়া হয়েছিল সময়। সেই সময়ই শেষ হচ্ছে ২৬ এ মে তে। এমন সময় প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি ভারতে বন্ধ হয়ে যাবে ফেসবুক?

Advertisement
Advertisement

কিছু দিন আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কোনও সোশ্যাল মাধ্যমে যে কেউ আপত্তিজনক পোস্ট করলে তা সাথে সাথে ডিলিট করতে হবে। OTT এর ওপরও নিয়ন্ত্রন লাগু করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগেই কেন্দ্রের দুই মন্ত্রী নতুন গাইড লাইন পেশ করেছিল। যেখানে লেখা ছিল OTT এবং সোশ্যল মিডিয়া সংক্রান্ত বহু নিয়ন্ত্রন নীতি।

Advertisement

এখন প্রশ্ন হল, এই বিষয়ে কি বলছে জনপ্রিয় সোশ্যল মিডিয়া সংস্থা Facebook। তারা কি দেশ থেকে চলে যাবে এমনটাই ভাবছে? নাকি অন্যকিছু। এমন অবস্থায় ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে যে, ভারত সরকারের নির্দেশ আমরা মেনে নিতে চাই এবং সেই অনুসারে কাজ করতে চাই। তবে সেক্ষেত্রে আমাদের ভারত সরকারের সাথে দ্রুত সম্ভব এই নতুন গাইডলাইন নিয়ে আমরা মিটিং করব।”

Advertisement
Advertisement

Facebook হতে আরও জানানো হয়েছে যে,”এমন অবস্থায় আমরা বেশি করে জোর দিচ্ছি অপারেশনের দিকে এবং তা প্রয়োগের নীতি নিয়েই। গ্রাহক যাতে সুরক্ষিত ভাবে নিজেদের মত ফেসবুকে প্রকাড করতে পারে সেই বিষয়েই। এটাই সংস্থা হিসেবে আমাদের একমাত্র দাবি।”

Advertisement

Related Articles

Back to top button