নিউজদেশ

বিনা পয়সায় এবার যাত্রা করুন ট্রেনে, ভারতীয় রেলওয়ে অত্যাধুনিক নতুন সুবিধা

ভারতীয় রেলওয়ে ইতিমধ্যেই এই টিকিট বুকিং এর ক্ষেত্রে ইএমআই এর সুবিধা নিয়ে এসেছে দীপাবলি এবং ছট পুজোর সময়

Advertisement
Advertisement

দীপাবলিতে অথবা ছট পুজোতে বাড়ি যাবার পরিকল্পনা করে ফেলেছে ইতিমধ্যেই? কিন্তু খরচটাই হয়ে যাচ্ছে আপনার জন্য সমস্যা? এই সমস্যা সমাধানের জন্য এবারে এগিয়ে এসেছে খোদ ভারতীয় রেলওয়ে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে তরফ থেকে এমন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে বিনা টেনশনে আপনি আগে যাত্রা করতে পারবেন এবং পরে করতে পারবেন পেমেন্ট। এই কাজের জন্য আইআরসিটিসি যুক্ত হয়েছে CASHe প্লাটফর্মের সঙ্গে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ট্রাভেল নাও পে লেটার। অর্থাৎ এখন যাত্রা করে নিন এবং পরে পেমেন্ট করুন।

Advertisement
Advertisement

উৎসবের এই মরশুমে বহু মানুষ আছেন যারা নিজেদের বাড়ি যান। বিশেষ করে, দীপাবলি এবং ছটপূজায় বাড়ি যাবার সংখ্যা থাকে অনেক বেশি। এই কারণে যাত্রীদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য আইআরসিটিসি ইতিমধ্যেই ফেস্টিভাল স্পেশাল ট্রেন রিলিজ করে দিয়েছে। কিন্তু অনেক সময় এমন হয়, টিকিট কাটার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। সেই অবস্থায় কি করবেন?

Advertisement

সেক্ষেত্রেই আপনাকে সাহায্য করার জন্য আইআরসিটিসি এই নতুন প্রকল্প নিয়ে এসেছে। এখানে আপনি টিকিট বুক করার সময় CASHe এর ইএমআই অপশন সিলেক্ট করে খুব সহজে টিকিট বুকিং করতে পারবেন। যাত্রা করার তিন মাসের মধ্যে অথবা ছয় মাসের মধ্যে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে এই সুবিধা পুজোর সময় নিয়ে আসা হলেও, আপনারা বাকি জায়গায় যাবার ক্ষেত্রেও এই একই পরিষেবা ব্যবহার করতে পারেন। আপনারা যদি অন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন পুজোর সময়, সে ক্ষেত্রেও কিন্তু আপনি ইএমআই সুবিধা নিতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button