নিউজআন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যেই চলে আসবে ক্যান্সারের টিকা, আশ্বাস বাণী শোনালেন করোনাভাইরাসের টিকা আবিষ্কারকরা

জার্মানির ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োএন্টেকের বিজ্ঞানীরা এই আশ্বাস দিয়েছেন সকলকে

Advertisement
Advertisement

ইতিমধ্যেই ক্যান্সারের টিকা নিয়ে গবেষণা বেশ খানিকটা অগ্রগতি লাভ করেছে। বিশ্বের বিজ্ঞানীরা অনেকটা এগিয়ে দিয়েছে ক্যান্সারের টিকা আবিষ্কারের ক্ষেত্রে। তবে এবারে এই ক্যান্সারের টিকা আবিষ্কারের অগ্রগতি নিয়েই একটি বড় ঘোষণা করে দিলেন করোনাভাইরাসের সব থেকে বেশি ব্যবহৃত টিকা প্রস্তুতকারী স্বামী-স্ত্রী জুটি। তাদের ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ক্যান্সারের টিকা আবিষ্কার হয়ে যাবে এবং সকলেই এই ক্যান্সারের টিকা গ্রহণ করতে পারবেন। তাদের দুজনের এরকম মন্তব্য আশা জাগাচ্ছে অনেকের মনে।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, জার্মানির ঔষধ প্রস্তুতকারী সংস্থা বায়োএনটেকের প্রতিষ্ঠাতা উগুর শাহিন এবং অজলেম তুরেশি করোনা ভাইরাসের বিরুদ্ধে সব থেকে বেশি কার্যকরী এম আরএনএ টিকা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এই টিকা তৈরি করার পর আরো এক ঔষধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের সঙ্গে যুক্ত হয়ে অনেক বড় মাত্রায় এই টিকা প্রস্তুত করতে পেরেছিলেন তারা। এই টিকার মাধ্যমে বহু লোকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল করোনাভাইরাসের সময়।

Advertisement

এবারে ক্যান্সারের টিকা প্রস্তুত করা নিয়ে একটি সাক্ষাৎকারে বক্তব্য রাখার সময় তিনি বললেন, “কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তিই ক্যানসারের টিকা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি ক্যানসারের কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করবে।” ২০৩০ সালের মধ্যেই সেই টিকা প্রস্তুত হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিলেন। এছাড়াও এই প্রসঙ্গে, অধ্যাপক উগুর বলছেন, “”২০৩০-এর মধ্যেই এই টিকা তৈরির কাজ সম্পূর্ণ হবে। গত ১০-১২ বছর ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার জন্য এমআরএনএ প্রতিষেধকের প্রয়োগ নিয়ে কাজ করা হচ্ছে। এত দিন গবেষণার কাজ যে গতিতে চলছিল, কোভিডের কারণে সেই গতি অনেকটা বেড়ে গিয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button