Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

আমেরিকার হামলার জবাব দিল ইরান, মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা ইরানের

Advertisement
Advertisement

জেনারেল কাসেম সোলেমানির হত্যার বদলা নেওয়া শুরু করলো ইরান। আজ সকালে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে প্রায় এক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান। ইরাকের ওই সেনাঘাঁটি দুটিতে ইরাকের সেনার সাথে আমেরিকার সেনাও থাকতো। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পেয়ে যায়নি। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ইরানের সরকারি ফৌজ বিবৃতি দিয়ে জানিয়েছে কাসেম সোলেমানির হত্যার বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে। আমেরিকা প্রত্যাঘাত করলে আরও কড়া জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে ইরানি ফৌজ।

Advertisement
Advertisement

ইরানের বিদেশমন্ত্রী এই ঘটনা নিয়ে টুইট করেন। টুইট তিনি লেখেন, ‘যে জঙ্গি ঘাঁটি গুলি থেকে সন্ত্রাস ছড়ানো হচ্ছিল আমরা সেগুলোতেই হামলা চালিয়েছি। যুদ্ধ আমরাও চাইনা, কিন্তু যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে।’ ইরানের এই মিসাইল হামলার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘অল ইজ ওয়েল। সবকিছুই ঠিক আছে, ইরাকে আমাদের দুটি সেনা ক্যাম্পে ইরান হামলা চালিয়েছিল। আমাদের কোনো ক্ষতি হয়নি, মার্কিন সৈন্য বিশ্বে সবচেয়ে আধুনিক।’

Advertisement

আরও পড়ুন : ‘ইরানকে ভয় দেখাবেন না’, ট্রাম্পকে হুমকি হাসান রুহানির

Advertisement
Advertisement

গত শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের জেনারেল কাসেম সোলেমানির। ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় আমেরিকার তরফে। চারটি ড্রোন ছোঁড়া হয়। কিছুক্ষণ পরেই ড্রোন হামলায় সোলেমানির মৃত্যু সংবাদ সামনে আসে। সোলেমানি ছাড়াও এই হামলায় আরও পাঁচ জনের মৃত্যু হয়। গতকাল তাঁর শেষকৃত্যে তাঁকে শেষবারের মতো দেখতে জনগণের ভিড় উপচে পড়ে আর প্রবল ভিড়ের মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ জনের।

Advertisement

Related Articles

Back to top button