ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিদেশের তুলনায় ভারতে iPhone 15 অনেক কম দামে পাওয়া যাচ্ছে, এভাবে অনলাইনে অর্ডার করুন

আজকাল সবাই iphone পছন্দ করেন কারণ এটি হলো এখনকার দিনে একটা বিলাসবহুল পণ্য

Advertisement
Advertisement

যদি আমরা আইফোনের কথা বলি তাহলে আজকের দিনে সবাই iphone কেনার কথা ভাবেন। এই ফোনের ব্যয়বহুল দামের কারণে অনেকেই iphone কেনার চিন্তা ভাবনা নিয়ে থাকেন। অনেকেই আমেরিকা থেকে আইফোন কিনে আনেন কারণ আমেরিকাতে আইফোনের দাম অনেক কম। কিন্তু আপনাকে আমরা জানিয়ে দিতে চাই ভারতে কিন্তু সর্বশেষ আইফোনের দাম আমেরিকার থেকেও কম রয়েছে। ভারতে আইফোন ১৫ কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে। ফ্লিপকার্ট এর মতো বিভিন্ন ওয়েবসাইটে এই অফার উপলব্ধ রয়েছে এবং রয়েছে কিছু বিশেষ ডিল। এই নতুন অফার শুধুমাত্র স্ট্যান্ডার্ড মডেলের জন্য প্রযোজ্য।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, iphone ১৫ ফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়েছিল ৭৯ হাজার ৯০০ টাকায়। মার্কিন যুক্তরাষ্ট্রে যা দাম ছিল তার থেকে প্রায় ১৩ থেকে ১৪ হাজার টাকা বেশি দামে লঞ্চ হয়েছে ভারতে। তবে বিভিন্ন অফার এবং প্রচারমূলক ডিসকাউন্টের কারণে এখন এই ফোনের বেস্ট মডেল ১২৮ জিবি স্টোরেজ সহ মাত্র ৬৫ হাজার টাকা মূল্যে আপনি কিনতে পারছেন। অর্থাৎ বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও সস্তায় পাচ্ছেন আপনারা ভারতে এই স্মার্টফোন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১২৮ জিবি মডেলের দাম হচ্ছে ৭৯৯ ডলার। এতে বিক্রয় কর অন্তর্ভুক্ত নয়। সব মিলিয়ে ৭০ থেকে ৭২ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে এই স্মার্টফোনের।

Advertisement

তবে বেশ কয়েকটি মার্কিন রাজ্য কিন্তু বিক্রয় কর আরোপ করে না। তবে যদি আপনি ভারতে এখন iphone কেনেন তাহলে আপনি ৬৫ হাজার টাকায় এই স্মার্ট ফোন কিনতে পারবেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা কম।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button