মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষা শুরুর ঠিক এক ঘণ্টা আগে থেকেই ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হবে৷ শুধু তাই নয় ২৫০টি স্পর্শকাতর কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো হবে৷
এবারের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের ৪২টি ব্লকে প্রথম ২ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মালদহ,মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলার কিছু কিছু ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হলেও প্রথম দিনে বাংলার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়৷ তাই এবার উচ্চমাধ্যমিকে এই সমস্যা রুখতে বেশ সর্তক হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তর।
আরও পড়ুন : ভোটের আগে রাজ্যে প্রচুর সরকারি চাকরির সুযোগ
গত বছরেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি ‘স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে’ ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল৷ মালদহ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ছয় জেলায় কয়েকটি অঞ্চলে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল৷
এই বিষয়ে সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, শুধু পরীক্ষার্থীই নয় এর সাথে শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও মোবাইল ব্যবহার নিষিদ্ধ। যদি কেউ ভুল করে বাড়ি থেকে মোবাইল নিয়ে চলে আসে তবে তা প্রধান শিক্ষকদের কাছে জমা রাখতে হবে। পরীক্ষার্থীদের মোবাইল ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে। এবারের উচ্চমাধ্যমিকে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ঘরে শুধুমাত্র মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্য থাকবেন আলাদা একজন শিক্ষক থাকবেন বলেও জানিয়েছেন তিনি।