দেশনিউজ

চাঞ্চল্যকর মন্তব্য রামদেবের, গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দলিতদের

Advertisement

আবারো এক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন রামদেব। কয়েকদিন আগে দক্ষিন ভারতের প্রয়াত জননেতা রামস্বামী পেরিয়ার এবং দলিত নেতা ডক্টর ভীমরাজ রামজি আম্মেদকর সম্পর্কে এক মন্তব্য করেন। এই মন্তব্যের প্রতিবাদ জানান পেরিয়ারের আনুগামী ডিএমকে। কিন্তু এবার রামদেবের মন্তব্যের প্রতিবাদে সরব হয়ে উঠে আম্মেদকরের অনুগামীরা। শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রামদেবকে গ্রেফতার করার জন্য বিক্ষোভ দেখায় তারা। এমনকি রামদেবের কুশপুতুল রাস্তায় পোড়ানো হয়। আম্মেদকরের আনুগামীরা জেলাশাসকের কাছে এক স্মারকলিপি জমা করে।

সুত্রে খবর, রামদেব আম্মেদকরকে ইন্টালেকচুয়াল টেরোরিস্ট বলে কটাক্ষ করেন। এই কটাক্ষের বিরুদ্ধে সরব হয় দলিতরা। বিষয়টি জানাজানি হতেই রামদেবের গ্রেফতারি আবেদন জানায় আম্মেদকর মিশনের সদস্যরা। শনিবার সেই দাবীতে গাজিয়াবাদে বিক্ষোভ দেখায় দলিতরা। তারপর রাস্তার মাঝেই রামদেবের কুশপুতুল পোড়ানো হয়। এই নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি বিক্ষোভের পর জেলাশাসকের কাছে রামদেবের গ্রেফতারি নিয়ে এক স্মারকলিপিও জমা করে তারা।

Related Articles

Back to top button