ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

খারাপ CIBIL SCORE হলেও নিতে পারবেন ঋণ, জানুন কিভাবে করতে হবে আবেদন

এই ঋণ নেয়ার ক্ষেত্রে আপনাকে কিছু অন্য পদ্ধতি গ্রহণ করতে হবে

Advertisement
Advertisement

লোন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ক্রেডিট স্কোর একটা বড় বিষয় হয়ে ওঠে। খারাপ ক্রেডিট স্কোরের কারণে অনেকেই ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন। তবে, কিছু উপায় অবলম্বন করে আপনিও খারাপ ক্রেডিট স্কোরেও ব্যক্তিগত ঋণ নিতে পারেন।

Advertisement
Advertisement

গ্যারেন্টার

Advertisement

কো-সাইনার বা গ্যারেন্টার হলেন একজন ব্যক্তি যিনি ঋণগ্রহীতার সাথে ঋণের জন্য দায়বদ্ধ থাকেন। অর্থাৎ, ঋণগ্রহীতা যদি ঋণের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে কো-সাইনারকে সেই টাকা পরিশোধ করতে হবে।

Advertisement
Advertisement

আপনার ক্রেডিট স্কোর ভালো না থাকলে, আপনি একজন কো-সাইনার ব্যবহার করে ঋণ নিতে পারেন। কো-সাইনার বা ঋণদাতার ক্রেডিট স্কোর ভালো থাকলে, ব্যাংক আপনার ঋণ আবেদন অনুমোদন করতে পারে।

সম্পত্তি জামানত

আপনি যদি আপনার সম্পত্তি জামানত দেন, তাহলে আপনি খারাপ ক্রেডিট স্কোরেও ব্যক্তিগত ঋণ নিতে পারেন। সম্পত্তি জামানত দিলে, ব্যাংকের আপনার ঋণ আবেদন অনুমোদন করার সম্ভাবনা বেড়ে যায়। কারণ, ব্যাংক আপনার সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করতে পারবে।

ঋণ নেওয়ার আগে এই বিষয়গুলো খেয়াল রাখুন:

* ঋণের সুদের হার, ঋণের মেয়াদ এবং ঋণের পরিমাণ ভালোভাবে জেনে নিন।
* ঋণের টাকা পরিশোধ করার সামর্থ্য আপনার আছে কিনা তা নিশ্চিত করুন।
* ঋণের চুক্তিটি ভালোভাবে পড়ে বুঝে স্বাক্ষর করুন।

Advertisement

Related Articles

Back to top button