নিউজদেশ

ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেই বুক করতে পারবেন কনফার্ম টিকিট, নতুন নিয়ম আনলো Indian Railway

ট্রেন ছাড়ার আগে আসন খালি থাকলে এই বিশেষ টিকিট বুক করা যাবে

Advertisement
Advertisement

দেশের কোটি কোটি মানুষ রেলপথে ভ্রমণ করেন। ফলে ট্রেনের নিশ্চিত টিকিট পাওয়া যাত্রীদের জন্য কঠিন হয়ে পড়ে। অনেকেই ট্রেনের যাত্রার কয়েক মাস আগেই টিকিট বুক করে রাখেন। কিন্তু হঠাৎ কোনো জরুরি কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হলে এই পদ্ধতি অনেক সমস্যার সৃষ্টি করে। এবার এই সমস্যার সমাধান করেছে ভারতীয় রেল। রেলওয়ে এই সমস্যার সমাধানের জন্য কারেন্ট টিকিট বুকিংয়ের সুবিধা দিয়েছে। এই সুবিধার মাধ্যমে ট্রেন ছাড়ার কিছু সময় আগে আপনি খালি আসন থাকলে টিকিট বুক করতে পারবেন। এই সুবিধা সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

কারেন্ট টিকিট কী?

কারেন্ট টিকিট হল ট্রেন ছাড়ার আগে খালি থাকা আসনের জন্য বুক করা টিকিট। অনেক সময় এমন হয় যে ট্রেনে কিছু আসন খালি থাকে। এই আসনগুলিকে বুক করার জন্যই কারেন্ট টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ট্রেন ছাড়ার ৩-৪ ঘন্টা আগে IRCTC ওয়েবসাইটে গিয়ে আপনি কারেন্ট টিকিটের জন্য চেক করতে পারবেন এবং যদি আসন খালি থাকে তাহলে সরাসরি বুক করতে পারবেন। আপনি রেলস্টেশনের টিকিট কাউন্টারে গিয়েও এই টিকিট বুক করতে পারবেন। তবে মনে রাখবেন, ট্রেনে আসন পাওয়া গেলেই এই টিকিট পাওয়া যাবে। সাধারণত এই কারেন্ট টিকিটের দাম সাধারণ টিকিটের চেয়ে ১০-২০ টাকা কম হয়।

Advertisement

কারেন্ট টিকিট এবং সাধারণ টিকিটের মধ্যে পার্থক্য

সাধারণ টিকিট আপনি আগেই বুক করে রাখতে পারেন, কিন্তু কারেন্ট টিকিট শুধুমাত্র ট্রেন ছাড়ার আগে বুক করা যায়। আর সাধারণ টিকিটে আপনার আসন নিশ্চিত থাকে, কিন্তু কারেন্ট টিকিটে আসন পাওয়া যাবে কিনা তা ট্রেনে খালি আসন থাকার উপর নির্ভর করে। সর্বোপরি কারেন্ট টিকিট সুবিধা জরুরি পরিস্থিতিতে ট্রেনে ভ্রমণের জন্য একটি দারুণ উপায়। এই সুবিধার মাধ্যমে আপনি ট্রেন ছাড়ার আগে খালি আসন থাকলে টিকিট বুক করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে মনে রাখবেন, এই সুবিধাটি শুধুমাত্র খালি আসন থাকলেই পাওয়া যাবে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button