নিউজদেশ

বড় পদক্ষেপ Indian Railway-র! এবার থেকে সিট সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য, ঘোষণা রেলমন্ত্রীর

দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসে ছয়টি বার্থ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য

Advertisement
Advertisement

আপনি যদি প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন, তবে এই খবরটি আপনাকে খুশি করবে। আসলে আজকালকার দিনে বেশিরভাগ মানুষ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বা দূরে কোথাও ভ্রমণ করার জন্য রেলপথকেই বেছে নেন। রেলে ভ্রমণ করা মানুষের জন্য খুশির খবর এটাই যে এখন থেকে আপনাকে ট্রেনে ভ্রমণের আগে মহিলাদের আসন নিয়ে চিন্তা করতে হবে না। নারীদের সুবিধার কথা মাথায় রেখে এবার বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী। এই ঘোষণা অনুযায়ী, বাস ও মেট্রোতে যেভাবে মহিলাদের জন্য আসন সংরক্ষিত, একইভাবে এখন ট্রেনেও মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকবে।

Advertisement
Advertisement

আসলে দীর্ঘদিন ধরেই ভারতীয় রেলওয়ে যাত্রী পরিষেবা এবং যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক নতুন নিয়ম আনছে। নারী সুরক্ষা নিয়ন্ত্রণের অন্তর্গত এই নতুন নিয়মে এবার থেকে দূরের যাত্রা করার ট্রেনে মহিলাদের জন্য বিশেষ বার্থ আগে থাকতেই রিজার্ভ করা থাকবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে দূরপাল্লার ট্রেনে মহিলাদের আরামদায়ক ভ্রমণের জন্য, ভারতীয় রেল রিজার্ভ বার্থ নির্ধারণ সহ অনেক সুবিধা শুরু করতে চলেছে। তবে এখন প্রশ্ন মহিলাদের জন্য কটি বার্থ রিজার্ভ থাকবে? উত্তর জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

Advertisement

দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসে ছয়টি বার্থ সংরক্ষিত থাকবে। গরিব রথ, রাজধানী, দুরন্ত সহ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের তৃতীয় এসি কোচে (3AC ক্লাস) মহিলা যাত্রীদের জন্য ছয়টি বার্থ সংরক্ষিত থাকবে। প্রতিটি স্লিপার ক্লাসে ছয় থেকে সাতটি নিচের বার্থ থাকবে, শীতাতপ নিয়ন্ত্রিত 3 টিয়ারে (3AC) চার থেকে পাঁচটি নিচের বার্থ সংরক্ষিত থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত 2 টিয়ার (2 এসি) কোচে তিন থেকে চারটি নিচের বার্থ প্রবীণ নাগরিক, ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা যাত্রী এবং গর্ভবতী মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button