কেরিয়ার

ভারতীয় সেনায় চাকরির ব্যাপক সুযোগ, পুরুষ, মহিলা নির্বিশেষে সকলেই করতে পারবেন আবেদন

আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতীয় সেনায় আবেদনের প্রক্রিয়া

Advertisement

ভারতীয় সেনায় চাকরি করতে চাইলে এটাই হতে পারে আপনার জন্য সবথেকে ভালো সুযোগ। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতীয় সেনায় আবেদনের প্রক্রিয়া। আগ্রহী চাকরিপ্রার্থীরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে এই ভারতীয় সেনায় যোগদান করার সমস্ত পদ্ধতিটা জেনে নিতে পারবেন।এই মুহূর্তে শর্ট সার্ভিস কমিশনের সব মিলিয়ে ১৯১ টি শূন্যতা পূরণের জন্য লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। এর মধ্যে টেকনিক্যাল পুরুষের সংখ্যা হবে ১৭৫ জন এবং বাকিরা থাকবেন মহিলা। ১৪ জন মহিলা ছাড়াও আর্মি জওয়ানদের বিধবাদের জন্য দুটি আসন রাখা হয়েছে। আগামী ২৪ আগস্ট এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে চাকরির প্রার্থীদের।

শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল পদে আবেদনের জন্য পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সেক্ষেত্রে তাদের বি.টেক অথবা বি.ই ডিগ্রি থাকতেই হবে। তবে যদি নন টেকনিক্যাল পদে বিধবা চাকরি প্রার্থীর আবেদন করতে চান তাহলে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক। এই পথগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে টেকনিক্যাল এর জন্য ২০ থেকে ২৭ বছরের মধ্যে এবং নন টেকনিক্যালের জন্য সর্বাধিক ৩৫ বছর।

এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং চাকরিপ্রার্থীদের কোন আবেদনের ফি জমা দিতে হবে না। একবার আবেদন পত্র যাচাই হয়ে গেলে প্রার্থীদের পিইটি, এসএসবি ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষা দিয়ে তারপরেই চাকরিপ্রার্থীরা চাকরিটা পেতে পারবেন। বাছাই পর্ব সম্পূর্ণ হলে তারপরেই যোগ্য প্রার্থীদের গ্রহণ করবে ভারতীয় সেনা। এই পথে যোগ দিতে হলে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্য কোন প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের।

Related Articles

Back to top button