দেশনিউজ

চীনকে জোরদার টক্কর দিতে তৈরী ভারত, সীমান্তে চলছে যুদ্ধবিমানের মহড়া, দেখুন ভিডিও

ভারত-চিন সীমান্ত এলাকার ফরোয়ার্ড এয়ারবেসে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান নিয়মিত উড়ান জারি করেছে ৷ আর এই এয়ারবেস থেকেই নিজেদের শক্তি সম্পর্কে প্রতিবেশী রাষ্ট্রকে বুঝিয়ে দিচ্ছে দেশ।

Advertisement
Advertisement

ভারতের সাথে চীনের সংঘাতের পর এক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দুই দেশই আগাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। চীনকে টেক্কা দিতে সব দিক থেকেই নতুন চিন্তা-ভাবনা করছে দেশ। এদিকে ভারত-চিন সীমান্ত এলাকার ফরোয়ার্ড এয়ারবেসে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান নিয়মিত উড়ান জারি করেছে ৷ আর এই এয়ারবেস থেকেই নিজেদের শক্তি সম্পর্কে প্রতিবেশী রাষ্ট্রকে বুঝিয়ে দিচ্ছে দেশ। সংবাদ সংস্থা ANI  এই এয়ারবেসে হাজির হয়ে দেশবাসীর জন্য সব টাটকা খবর ও ছবি নিয়ে এসেছেন। যা দেখে দেশবাসী অনেকটাই আশ্বস্ত বোধ করবেন।

Advertisement
Advertisement

Advertisement

বায়ুসেনার এই মহড়ায় রয়েছে রাশিয়ার শক্তিশালী Su-30MKI এবং MiG-29s -লড়াকু বিমান ৷ শুধু রাশিয়া নয়, রাশিয়ার বিমানের সমকক্ষ শক্তিশালী Ilyushin-76 , Antonov-32 এবং এছাড়া মার্কিন যুদ্ধবিমান C-17 , C-130J  বিমানকে এয়ারবেসের আকাশে দেখা গেছে। এছাড়া পণ্য পরিবহনকারী যুদ্ধবিমান Apache-র মাধ্যমে পূর্ব লাদাখের সেনাদের কাছে সবরকমের উপকরণ পৌঁছে যাচ্ছে ৷ এই পার্বত্য এলাকায় এই যুদ্ধবিমান খুব কার্যকরী ৷

Advertisement
Advertisement

শুধু এতেই থেমে নেই ভারত। হঠাৎ করে যুদ্ধের জন্য ও তৈরি থাকছে এয়ারবেস ৷ তাই সেখানে প্রবল শক্তিশালী চপার ও চিনুক রাখা আছে৷ এই দুটি বিমান এই ধরণের আকস্মিক পরিস্থিতিতে খুবই কার্যকারী ৷ এই এয়ারবেসে থাকা লেফটেন্যান্ট জানিয়েছেন যে এই বেসে-র অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যেকোনও আকস্মিক পরিস্থিতিতে এই বেস বিশেষ গুরুত্বপূর্ণ ৷ তাই এখানে সবরকমের সাপোর্ট পাঠানো হচ্ছে ৷ আর যদি সত্যিই যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে এই বিমানগুলি অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেবে ৷

Advertisement

Related Articles

Back to top button