খেলাক্রিকেট

T20 World Cup 2022: ভারত ও পাকিস্তান কিভাবে সেমিফাইনালে উঠবে? জেনে নিন সমীকরণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর লড়াই এখন জমজমাট। ইতিমধ্যে ভারতীয় দল নিজেদের প্রথম তিনটি খেলার মধ্যে দুটি খেলায় জয় লাভ করে বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

Advertisement
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর লড়াই এখন জমজমাট। ইতিমধ্যে ভারতীয় দল নিজেদের প্রথম তিনটি খেলার মধ্যে দুটি খেলায় জয় লাভ করে বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ৫ পয়েন্ট অর্জন করে বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবস্থা অবশ্য আরও করুন, পরপর দুটি ম্যাচে লজ্জা জনক পরাজয়ের পর বর্তমানে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

Advertisement
Advertisement

সুপার-১২ এর পর্ব শেষ হওয়ার আগে গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিয়ে। ভারতের সাথে কোন দল দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছাবে তা নিয়ে চলছে ভবিষ্যৎবাণী। যদিও সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে ভারতের পাশাপাশি এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে জটিল সূত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারে পাকিস্তান। চলুন দেখে নেওয়া যাক কোন সমীকরণে সেমিফাইনালে পৌঁছাবে ভারত-পাকিস্তান।

Advertisement

কিভাবে ভারত পৌঁছাবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের মাধ্যমে নিজেদের যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। এরপর নেদারল্যান্ডসকে হারিয়ে ৪ পয়েন্ট অর্জন করে পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছায় ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জা জনক পরাজয়ের পর এক ধাপ পিছিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোহিত শর্মার দল। তবে ভারতের সামনে প্রতিপক্ষ এখন বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। দুর্বল দুটি দলকে পরাজিত করে খুব সহজেই সেমিফাইনাল নিশ্চিত করবে ব্লু-বাহিনী।

Advertisement
Advertisement

পাকিস্তান কিভাবে পৌঁছাবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের জন্য। এর কারণ অবশ্য প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে লজ্জা জনক হার। যদিও তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করে ২ পয়েন্ট অর্জন করেছে পাকিস্তান, তবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে হলে এখন নির্ভর করতে হবে ভাগ্যের উপর। নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে (যথা পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান-বাংলাদেশ) বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। অন্যদিকে প্রার্থনা করতে হবে, ভারত নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে যেন পরাজিত হয় কিংবা দক্ষিণ আফ্রিকা নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে পরাজিত হয়। একমাত্র তবেই সেমিফাইনালে পৌঁছাবে বাবর আজমরা।

Advertisement

Related Articles

Back to top button