Today Trending Newsদেশনিউজ

সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট অভিযানের পরে ভারত এখন আমেরিকা, ইজরায়েলের সমতুল্য : অমিত শাহ

Advertisement
Advertisement

কলকাতায় এসেই প্রথমে এনএসজি-র নতুন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।রাজারহাটে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-র একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন সার্জিকাল স্ট্রাইকের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। শুধুমাত্র এমন দুটি দেশ ছিল যারা শত্রুর ডেরায় ঢুকে নিজ সেনার হত্যার বদলা নিয়েছে।  যারা দেশকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং শান্তি ভঙ্গের অপচেষ্টা করছে, তাদের উচিত এনএসজি-কে ভয় পাওয়া। যদি তারা না থামে, তাহলে এনএসজি তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে পরাজিত করবে।

Advertisement
Advertisement

সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট অভিযানের পর শত্রুর ডেরায় গিয়ে নিজের দেশের সেনাহত্যার বদলা নেওয়ার মধ্যে  মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের পর তালিকায় ভারতের নাম সংযোজিত হয়েছে এমনটাই এদিন বক্তৃতায় বলেন অমিত শাহ, প্রধানমন্ত্রীর কাছে দেশের নিরাপত্তাই যে সর্বাধিক গুরুত্বপূর্ণ তাও জানান অমিত শাহ।  চারিদিকে সিএএ নিয়ে সংঘর্ষ, হিংসার পরিস্থিতির মাঝে পুরসভা ভোটের আগে শহিদ মিনারে সভা করতে আজ এসেছেন অমিত শাহ। এই সভা থেকেই অমিত শাহ সূচনা করবেন ‘আর নয় অন্যায়’ কর্মসূচি। পুরভোটের মুখে এই সভা ঘিরে বিজেপির শিবিরে তৎপরতার পাশাপাশি নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, যার জন্য প্রস্তুতি চলছে অনেকদিন ধরেই।

Advertisement

আরও পড়ুন : পয়লা মার্চ থেকে দাম কমতে চলেছে রান্নার গ্যাসের, জানুন কত টাকা কমলো

Advertisement
Advertisement

দুপুর আড়াইটেয় শহিদ মিনারের অমিত শাহর সভা। সভার পর বিকেল পৌনে ৪টে নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধে ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজারহাটের হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন অমিত শাহ। এবং রাতেই তিনি ফিরে যাবেন দিল্লি। বাংলায় ক্ষমতায় ফিরতে বিজেপির কাছে আজকের সভা খুবই গুরুত্বপূর্ণ। সভার জন্য সাজানো হয়েছে শহীদ মিনার চত্বর।

Advertisement

Related Articles

Back to top button