দেশনিউজ

‘জয় শ্রী রাম’, ‘মোদি জিন্দাবাদ’ না বলায় মুসলিম অটো ডাইভারের উপর আক্রমণ

Advertisement
Advertisement

৫২ বছর বয়সী অটো রিক্সা ড্রাইভার গফফর আহমেদ কাছাওয়া “জয় শ্রী রাম” ও “মোদী জিন্দাবাদ” বলতে অস্বীকার করেছিলেন। যার জেরে তাঁকে পিটিয়ে তাঁর চোখ মুখ ফাটিয়ে দিল দুস্কৃতীরা। এমনকি তাঁর দাড়ি ধরে টানাহ্যাঁচড়া করতে করতে তাঁকে “পাকিস্তান চলে যাওয়ার” নিদান দেয় হামলাকারীরা। শুক্রবার ভোর ৪ টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের সীকরে এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ভোরে পাশের গ্রামে যাত্রী ছেড়ে বাড়ি ফিরছিলেন গফফর। সেই সময় অন্য একটি গাড়িতে দুজন ব্যক্তি তাঁর অটো আটকে তামাক চায়। গফফর তামাক দিতে গেলে, তা না নিয়ে তাঁকে “মোদী জিন্দাবাদ” ও “জয় শ্রী রাম” বলতে বলেন ওই দুই ব্যক্তি। কিন্তু তিনি তা বলতে অসম্মত হলে তাঁর চড়াও হয় দুষ্কৃতীরা।

Advertisement
Advertisement

ওই দুই হামলাকারীরা তাঁকে মারধর করার পাশাপাশি তাঁর ঘড়ি ও টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ গফফর আহমেদ গাছাওয়ার। তিনি জানিয়েছেন, শুধুমাত্র “জয় শ্রী রাম”ও “মোদী জিন্দাবাদ” না বলার কারণে তাঁর চোখে মুখে একাধিক বার আঘাত করে ওই দুস্কৃতীরা। যার জেরে তাঁর দাঁত ভেঙে গেছে বলে জানান তিনি।

Advertisement

এই ঘটনায় সক্রিয় হয়েছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। সীকরের পুলিস আধিকারিক পুষ্পেন্দ্র সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানান, অভিযোগ জমা মাত্রেই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার সময় ওই দুই ব্যক্তি নেশাগ্রস্ত ছিল বলে প্রাথমিক তদন্ত থেকে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্ত দু’জন হলেন- রাজেন্দ্র জাট (৩০) ও শম্ভু দয়াল (৩৫)। অভিযোগের দায়ের হওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button