অফবিট

বৃষ্টির মধ্যে টানা ৭ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিয়েছিলেন খোলা ম্যানহোল, জানুন সেই মহিলার পরিচয়

Advertisement
Advertisement

ভারী বৃষ্টির মধ্যে রাস্তার জমে থাকা জল বের করার জন্য খোলা ম্যানহোলের সামনে টানা ৭ ঘন্টা দাঁড়িয়ে পথচলতি মানুষকে সতর্ক করছিলেন এক মহিলা। ৪ আগস্ট মুম্বাইয়ের মতুঙ্গায় এই ঘটনা দেশপ্রেমের নজির গড়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। কিছু দিন আগে ভাইরাল হয়েছিল এই ভিডিওটি। জানা গেছে, কান্তা মূর্তি নামের সেই মহিলা ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এএনআই-এ দেওয়া এক সাক্ষাৎকারে কান্তা মূর্তি বলেন, ‘আমি জীবিকা নির্বাহের জন্য ফুল বিক্রি করি। আমার তিন সন্তানের পড়াশোনার খরচ চালাই। আমার অন্য পাঁচ সন্তান বিবাহিত। আমিই পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য।’ তিনি আরও জানান যে, একটি রেল দুর্ঘটনার কারণে তাঁর স্বামী পঙ্গু হয়ে পড়েছেন।

Advertisement
Advertisement

সাক্ষাৎকারে মূর্তি আরও যোগ করেন যে, ‘গত ৪ আগস্ট, শহরে অবিরাম বৃষ্টির কারণে সর্বত্র জল জমেছিল এবং লোকজন অসুবিধার সম্মুখীন হচ্ছিল। কিছু গাড়ি জলে ভেসে যাচ্ছিল এবং আমার বাড়ির জিনিসপত্রও ভেসে গিয়েছিল। তাই আমি রাস্তায় এসে ম্যানহোলটি খুলে ফেলেছিলাম যাতে নর্দমার জল বের হতে পারে।’ তিনি আরও জানান, তিনি জল বের করার জন্য ম্যানহোলটি খুলে সেখানে দাঁড়িয়ে ছিলেন এবং যানবাহনকে সতর্ক করেছিলেন। তবে বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশনের (বিএমসি) আধিকারিকরা পরে এসে এই কাজের জন্য তাকে তিরস্কার করেছিলেন বলে জানান তিনি।

Advertisement

Advertisement
Advertisement

তিনি বলেন, ‘আমি সেখানে টানা সাত ঘন্টা জলে দাঁড়িয়ে ছিলাম। এই সময় অনেক লোক আমাকে নমস্কার করেন। কেউ কেউ আমাকে ছাতা এগিয়ে দিয়েছিল এবং একজন পুলিশ কর্মকর্তা আমাকে এই কাজের জন্য উৎহিত করেছিলেন। স্থানীয় লোকেরা বিএমসির কর্মকর্তাদের ফোন করেছিল কিন্তু কেউই এলো না। পরের দিন কিছু কর্মকর্তা এসেছিলেন। যারা নর্দমা খোলার জন্য আমাকে ধমক দেন।’

Advertisement

Related Articles

Back to top button