ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

খুশির খবর দিলো কেন্দ্র সরকার, পেনশনের নিয়মে বড়সড় পরিবর্তন

Advertisement
Advertisement

অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য খুশির খবর শোনালো কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১০ বছরের কম যারা সেনাবাহিনীতে কাজ করেছেন তাদেরও এবার থেকে দেওয়া হবে “অক্ষমতা পেনশন”। এতদিন এই পেনশন দেওয়া হতো কেবলমাত্র তাদেরই, যারা সেনাবাহিনীতে কমপক্ষে ১০ বছর কাজ করেছেন এবং তারপর অক্ষম হয়েছেন কোনো কারণবশত।

Advertisement
Advertisement

নতুন ঘোষণা অনুযায়ী এবার সমস্ত প্রাক্তন অক্ষম হয়ে যাওয়া সেনা কর্মীদেরই এই সুবিধা প্রদান করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক আগেই “অক্ষমতা পেনশন” এর অনুমোদন দিয়েছিল। এখনও পর্যন্ত, যদি কোনও সৈনিক প্রতিবন্ধী হওয়ার সময় ১০ বছরেরও কম সেনাবাহিনীতে কাজ করে থাকেন তবে তাকে কেবল অক্ষমতা গ্র্যাচুইটি দেওয়া হত।

Advertisement

বুধবার মন্ত্রণালয় জানিয়েছে যে, যে কোনও সশস্ত্র বাহিনীর সদস্যরা ১০ বছরেরও কম সময় চাকরি করেছেন এবং স্থায়ীভাবে কাজ করতে না পারার কারণে অপসারণ করা হয়েছে তারা এই সিদ্ধান্ত থেকে উপকৃত হবেন। এই সিদ্ধান্তের সুবিধা সেই সমস্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা পাবেন যারা ১লা এপ্রিল, ২০১৯ বা তার পরে চাকরিতে ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button