ক্রিকেটখেলানিউজ

বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরা! যেখানে খেলার অপেক্ষায় রয়েছে ভারত-ইংল্যান্ড

Advertisement
Advertisement

গুজরাট: নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) খেলার জন্য মুখিয়ে রয়েছে ভারত (India) ও ইংল্যান্ড (England) দুই দলের পেসাররা। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের খেলবেন ভেবেই উত্তেজিত ইংরেজ পেসাররা। স্টুয়ার্ট ব্রড জানান, দর্শকদের চিৎকারের বিচারে ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকেও (MCG) ছাপিয়ে যেতে পারে এক লক্ষ ১০ হাজার দর্শকাসনের মোতেরা।

Advertisement
Advertisement

তিনি নিজকলমে লেখেন, “মানতেই হচ্ছে, বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম মোতেরা এতটাই সুন্দর যে খালি থাকলেও এর আলাদা মাহাত্ম্য বোঝা যাচ্ছে। মনে হচ্ছে এটা কলোসিয়ামের মতো। বুধবার এর অর্ধেক ভর্তি হলে, অর্থাৎ ৫৫ হাজার লোক এলে কী রকম লাগবে সেটাই ভাবছি। আর এক লক্ষ ১০ হাজার লোক যদি বছরের শেষে বিশ্বকাপ ম্যাচে আসে, আমার মনে হয় না নিজেদের মধ্যে কোনও কথা শুনতে পাব।” সাথে যোগ করেছেন, “এমসিজি-তে ২০১৭-১৮ মরশুমে অ্যাশেজে যেদিন ডেভিড ওয়ার্নার ৯৯ রানে ব্যাট করছিল, সেদিন সবথেকে বেশি চিৎকার শুনতে পেয়েছিলাম। পরের বলে ও শতরান করতে যে চিৎকার হয়েছিল তা অবিশ্বাস্য। তবে আমার ধারণা, এই মাঠে সেই চিৎকার ছাপিয়ে যাওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে। এমনকি মাঠে ১০ হাজার লোক থাকলেও সেটা ফাঁকা মাঠে খেলার থেকে অনেক আলাদা মনে হয়।”

Advertisement
Advertisement

Related Articles

Back to top button