পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছতে ভারতের দরকার ১৭৩ রান
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ছোটদের বিশ্বকাপ অর্থাৎ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে গিয়ে এখন চলছে সুপার সিরিজ অর্থাৎ নকআউট ম্যাচ। ভারত এখন পর্যন্ত ৪ বার এই ট্রফি জিতেছে এবং এবারে টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। এই দুটি দল এই টুর্নামেন্টের এখন পর্যন্ত ন’বার পরস্পরের মুখোমুখি হয়েছে তার মধ্যে পাকিস্তান জিতেছে পাঁচবার এবং ভারত জিতেছে চারবার।
প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রমে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক রোহেল নাজির। নির্ধারিত ৫০ ওভার এর আগেই পাকিস্তানের সবকটি উইকেট ফেলে দেয় ভারত। ৪৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। অধিনায়ক নাজির সর্বোচ্চ ৬২ রান করেন এবং ওপেনার হায়দার আলি ৫৬ এবং মহম্মদ হ্যারিস ২১ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন পেসার সুশান্ত মিশ্র। কার্তিক ত্যাগী ও রবি বিষ্ণোই দুটি করে এবং অথর্ব অ্যাঙ্কেলেকর ও যশস্বী জয়সয়াল একটি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে ভারত এখনো পর্যন্ত তিন ওভার শেষে বিনা উইকেটে ১৪ রান করেছে। যশস্বী জয়সয়াল ১৫ বলে ১০ এবং দিব্যাংস সাক্সেনা ৩ বলে ২ রান করে ক্রিজে রয়েছেন।