নিউজদেশ

২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন, ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে ধরা পড়লেন আয়কর কর্তা

ওড়িশার একজন গহনা ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা ঘুষ নিয়েছিলেন ওই আয়কর কর্তা

Advertisement
Advertisement

গয়না ব্যবসায়ীর কাছে ঘোষ হিসেবে ৪০ লক্ষ টাকা দাবি করেছিলেন একজন আয়কর কর্তা। ব্যবসায়ী সেই টাকা একবারে না দিয়ে দফায় দফায় পৌঁছে দিয়েছিলেন অফিসারের বাড়িতে। কখনো নগদ আবার কখনো সমমূল্যের গহনা দিয়ে মিটিয়েছিলেন পাওনা। তবে ঘুষের অর্থে নেওয়ার সময় সিবিআই খবর পেয়ে ওই আয়কর কর্তাকে হাতেনাতে ধরেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে উড়িষ্যায়।

Advertisement
Advertisement

ওই আয়কর কর্তার নাম সুমন সুন্দর শাহু। উড়িষ্যার খুরদা জেলার বাসিন্দা সাহু গত শনিবার নিজের বাড়িতে ঘুষের টাকা নিয়েছিলেন দীপেন্দ্র সাহু নামের একজন গহনা ব্যবসায়ীর কাছ থেকে। ৫ লক্ষ টাকা লেনদেনের মুহূর্তেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

সিবিআই জানাচ্ছে, ওই আয়কর কর্তা এর আগেও দুই দফায় ওই ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছেন। খুরদা শহরে মারওয়ারী পট্টিতে একটি গয়নার দোকান রয়েছে ওই ব্যক্তির। ওই গয়নার দোকানের মালিক হলেন দীপেন্দ্র। প্রথম দফায় তার কাছ থেকে ১০ লক্ষ টাকা মূল্যের গয়না নিয়েছিলেন সুমন। এরপরে দুবার নগদ পাঁচ লক্ষ টাকা। তবে শেষ বার নিজের বাড়িতে টাকা নিতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন সুমন। সিবিআই জানাচ্ছে, সুমনের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। এর আগেও ক্ষমতার অপব্যবহার করে ঘুষ নিতেন সুমন। তার বাড়িতে তল্লাশি চালিয়ে এই দাবির সমর্থনে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button