রাজ্যে শুরু আংশিক লকডাউন! সপ্তাহে ৩ দিন দোকান বন্ধের সিদ্ধান্ত এই এলাকায়
দক্ষিন দমদম পৌরসভা অঞ্চলে সোমবার, বুধবার এবং শুক্রবার বাজার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে
করোনা সংক্রমনের জেরে রীতিমতো বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে। নতুন মিউট্যান্ট স্ট্রেন সংক্রমণ হার এবং মৃত্যুহার দুই বাড়িয়ে তুলছে। গোটা দেশের পাশাপাশি ভোটমুখী বাংলার অবস্থা বেশ শোচনীয়। ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফ থামছে না। বর্তমানে বাংলায় প্রায় প্রতিদিন ১৮ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে প্রতিদিন। এই ভয়ঙ্কর অবস্থায় রাজ্য সরকার একাধিক নিয়মাবলী নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী মল, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল, স্পা, সুইমিং পুল ইত্যাদি বন্ধ থাকবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন বাজারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নবান্ন অনুযায়ী প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তারপর আবার দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা অব্দি দোকান খোলা থাকবে। কিন্তু রাজ্যের কিছু কিছু অংশ করোনার সংক্রমণ প্রচুর পরিমাণে হচ্ছে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতার মধ্যে। প্রায় প্রতিদিন ৪ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে দক্ষিণ দমদম পৌরসভা তাদের সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গোটা রাজ্যে প্রতিদিন নির্দিষ্ট সময় দোকান খুলবে। কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চলে সপ্তাহে ৩ দিন সম্পূর্ণ সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে।
দক্ষিন দমদম পুরসভার একজন জানিয়েছেন যে সপ্তাহের সোমবার, বুধবার এবং শুক্রবার বাজার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময় দোকান খুললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই নির্দেশিকা আগামী ৩ মে থেকে লাগু হবে। তবে জরুরী পরিষেবা সাথে যুক্ত ওষুধের দোকান, দুধের দোকান, এলপিজি ডিস্ট্রিবিউটর, পেট্রোল পাম্প ইত্যাদি দোকান খোলা থাকবে। এছাড়াও ইতিমধ্যেই পুলিশ প্রশাসন শহরের সবচেয়ে বড় বড় বাজারগুলিতে পরিদর্শন করা শুরু করে দিয়েছেন। সেখানে মানুষকে তারা সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক প্রতি নির্দেশ পরতে নির্দেশ দিচ্ছেন।