আন্তর্জাতিকনিউজ

করোনার আতঙ্কের মধ্যেই নতুন রোগের হানা, বেসামাল আমেরিকা

Advertisement
Advertisement

আমেরিকা : করোনা ভাইরাসের সংক্রমণে জেরবার মার্কিন মুলুক। এর মধ্যেই হানা দিয়েছে নতুন রোগ। একের পর এক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু রোগের চিকিৎসা নিয়ে ধন্ধে চিকিৎসকরা। করোনা আবহে নতুন রোগের আক্রমণে দিশেহারা অবস্থা প্রথম বিশ্বের এই দেশে। জানা গেছে, মূলত শিশুদের মধ্যে এই অজানা রোগের সংক্রমণ সব থেকে বেশি। সম্প্রতি আমেরিকার স্বাস্থ্য দপ্তরের তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই রোগ নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে।

Advertisement
Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, এই সময় করোনার বিরুদ্ধে লড়ছে দেশ। এরইমধ্যে ২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে আশঙ্কা তৈরী হয়েছে। তাদের সবার করোনা উপসর্গ দেখা যাচ্ছে না। বরং বেশিরভাগ শিশুরা জ্বর, বমি, তলপেটের প্রচন্ড ব্যথাতে ভুগছে। এর সঙ্গে আরও কয়েকটি উপসর্গ দেখা যাচ্ছে। এই রোগের সঙ্গে কাওয়াসাকি রোগের মিল থাকলেও, এটি সেই রোগ কিনা সে বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকরা। কারণ, মূলত এশিয়ার দেশগুলিতে প্রকোপ ছড়ানো কাওয়াসাকি রোগের আরও কয়েকটি উপসর্গ থাকে। যা এক্ষেত্রে দেখা যাচ্ছে না।

Advertisement

এখনও পর্যন্ত এই অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ জন নিউইয়র্কবাসী। শুধু আমেরিকা নয়, এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে ইংল্যান্ডেও। তবে রোগটি আসলে কী, তা জানা যায়নি। রোগের উপসর্গ নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। রোগ ধরা না চিকিৎসা করা যাচ্ছে না। ফলে কপালের ভাঁজ চওড়া হচ্ছে চিকিৎসকদের। করোনা আবহে এই কি তবে ভোল বদলে আসা করোনায়! ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button