Today Trending Newsদেশনিউজ

নতুন বছরে চন্দ্রায়ণ-৩ চাঁদে অবতরণ করবে ভারত, জানাল কেন্দ্র সরকার

Advertisement
Advertisement

২০২০ সালে তাদের তৃতীয় চন্দ্র অভিযানে নামবে ভারত, মঙ্গলবার এ কথা জানালেন মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। একটি মাত্র ল্যান্ডার ও রোভার নিয়ে চন্দ্রযান- ৩ চাঁদে অবতরণ করবে বলে জানালেন তিনি। জিতেন্দ্র সিং এদিন বলেন, ‘হ্যাঁ, ২০২০ সালে ল্যান্ডার ও রোভার মিশনে নামা হবে। আমি আগেই বলেছি, চন্দ্রযান- ২ এর অভিযান ব্যর্থ হয়নি। এখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি।’ কোন দেশ এক বারের চেষ্টায় সফল অবতরণ করতে পারেনি জানিয়ে তিনি এদিন আরও বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যারা প্রথম বারের চেষ্টায় চন্দ্র অভিযান সফল ভাবে করেছে। আমেরিকাও অনেক বার চেষ্টা করেছে। কিন্তু আমাদের একবারের বেশী চেষ্টা করতে হয়নি।’

Advertisement
Advertisement

চন্দ্রযান- ২ চাঁদের মাটিতে অবতরণের প্রথম মিশন ভারতের। দেশের দ্বিতীয় চন্দ্র অভিযান যাত্রাপথের ২.১ কিমি আগে তার মিশন শেষ করে। ৭ সেপ্টেম্বর অবতরণের নির্দিষ্ট স্থানের মাত্র ৫০০ মিটার আগে শেষ হয়ে যায় বিক্রম ল্যান্ডারের অভিযান।

Advertisement

আরও পড়ুন : বছর শেষে আবার ধাক্কা রান্নার গ্যাসে, দাম বাড়ল সাড়ে ২১ টাকা

Advertisement
Advertisement

একটি সফল অবতরণ মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পর ভারতকে চতুর্থ দেশ হিসেবে প্রতিষ্ঠা দিত। চাঁদের দক্ষিণ মেরুর এত কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে প্রথম দেশ হওয়ার সুযোগ ছিল ভারতের কাছে। প্রয়োজনের তুলনায় গতিবেগ কমে যাওয়ায় বিক্রম ল্যান্ডারের ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে সংসদে এক প্রশ্নের জবাবে উল্লেখ করেন মহাকাশ গবেষণা বিষয়ক মন্ত্রী।

Advertisement

Related Articles

Back to top button