দেশনিউজ

লকডাউনের মাঝে আধার কার্ড নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের

Advertisement
Advertisement

লকডাউনের মাঝেই আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র। আধার কার্ডে কিছু আপডেট করানোর থাকলে আর যেতে হবেনা বেশিদূর। CSC কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে সহজেই আপডেট করা যাবে আধার। UIDAI এর তরফে এই অনুমতি দেওয়া হয়েছে দেশের প্রায় ২০ হাজার CSC সেন্টারকে। খুব সহজে কোনো একটি CSC সেন্টার থেকে আপনার আধার কার্ড আপডেট করে নিতে পারবেন।

Advertisement
Advertisement

দেশ জুড়ে চলছে লকডাউন। ৪ই মে লকডাউন ওঠার কথা থাকলেও তা আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। আর এই লকডাউনের জন্য বন্ধ সমস্ত আধার আপডেট করার সেন্টার গুলি। ফলে কারও আধার আপডেট করার দরকার পড়লে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে UIDAI. CSC এর এই সেন্টার গুলি লকডাউন ওঠার পরও চালু থাকবে। তবে এই CSC সেন্টার গুলোতে কেবলমাত্র ডেমোগ্রাফিক ডেটা আপডেট করার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

এখানে সেন্টার সঞ্চালক এবং আধার ব্যবহারকারীর পরিচয় তাদের ফিঙ্গারপ্রিন্ট ও চোখের রেটিনার মাধ্যমে করা হবে। ঠিকানাও আপডেট করা যাবে এই CSC সেন্টার গুলি থেকে। জুনের শেষ পর্যন্ত সিস্টেম তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। UIDAI জানিয়েছে, এই পরিষেবার লক্ষ হচ্ছে গ্রামীণ অঞ্চলে আরও বেশি করে অনলাইন পরিষেবা পৌঁছে দেওয়া। তবে CSC এর পাশাপাশি আধার সংক্রান্ত পরিষেবা যেকোনো ব্যাংকের শাখা, পোস্ট অফিস এবং UIDAI এর সেন্টারে পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button