নিউজপলিটিক্সরাজ্য

পামেলা কাণ্ডে পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হল অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডাকে

পামেলাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুপম হাজরা (Anupam Hazra) এবং শঙ্কুদেব পণ্ডাকে (Sanku Deb Panda) নোটিস দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement

পামেলা কাণ্ডে এই বার নোটিশ পাঠানো হয়েছে গেরুয়া শিবিরের নেতা অনুপম হাজরা (Anupam Hazra) এবং শঙ্কুদেব পণ্ডাকে (Sanku Deb Panda)। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে কলকাতা পুলিশের গোয়ান্দা বিভাগ। লালবাজার সূত্র হতে জানা গিয়েছে, বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেবকে জিজ্ঞাসা করে বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে। এই ঘটনায় অনুপনকে সাংবাদিকরা প্রশ্ন করায়, তিনি জানিয়েছেন,”আমি এখনও কোনও নোটিশ পাইনি। কখন পাঠানো হয়েছে তা ও জানিনা। কেউ তার ব্যক্তিগত জীবনে কী করছে সেটা দলের দেখার বিষয়ও নয়, পামেলা এর আগে আমার বিরুদ্ধে কোনও অভিযোগও আনেনি।”

Advertisement
Advertisement

এর পরে তিনি শাসক শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন,”দেশে আইন শৃঙ্খলার ওপর ভরসা রয়েছে। নোটিশ পেলে সঠিক সময়ে সঠিক উত্তর দেওয়া হবে।” প্রসঙ্গত, এর আগে পামেলা কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। বৃহস্পতিবার তথা গতকাল আবারও রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। প্রায় ৪৫ মিনিট ধরে তল্লাশি চালানো হয়েছে, বলে সূত্রের খবর।

Advertisement

উল্লেখ্য, কোকেন কাণ্ডে ধৃত বিজেপি যুব মহিলা মোর্চা নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) আজ দাবি করেছেন যে রাকেশ সিংয়ের ছেলেও ষড়যন্ত্রে জড়িত আছে। একইসঙ্গে এদিন তিনি রাকেশ সিংয়ের (Rakesh Singh) বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। আদলত চত্বরে দাঁড়িয়েই পামেলা গোস্বামী অভিযোগ করেন, ‘ঘনিষ্ঠতা’য় বাধা দেওয়ায় তাঁকে শারীরিক নিগ্রহ পর্যন্ত করেন রাকেশ সিং।

Advertisement
Advertisement

পামেলার অভিযোগ, রাকেশ সিং তাকে অন্য নজরে দেখতে শুরু করেছিলেন। তার সাথে ‘অন্য সম্পর্ক’ স্থাপনের জন্য জোর করতেন রাকেশ। তিনি রাজি হননি। সেই কারণে প্রথমে তাকে হুমকি দেওয়া হয়। পরে তাকে শারীরিক নিগ্রহ করা হয়। সব শেষে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে মাদক কাণ্ডে।

Advertisement

Related Articles

Back to top button