দেশনিউজ

আজ শেষ দিনেও করেননি ITR ফাইল, এবার এই ৪ বড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে

আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আপনাকে ৬ মাস থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে

Advertisement
Advertisement

আজ ৩১ ই জুলাই। ITR ফাইল করার শেষ দিন। আজ বেতনভোগী এবং ব্যক্তিগত করদাতাদের জন্য শেষ সুযোগ। আপনি যদি এখনও ITR ফাইল না করে থাকেন, তাহলে আপনাকে বেশ কয়েকটি বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্ত সমস্যা আপনার অর্থনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারেন। আজ শেষ দিনে আপনি যদি ITR ফাইল না করে থাকেন, তাহলে কি কি সমস্যা হতে পারে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

প্রথমেই আপনাদের জানাই যে আপনি যদি আপনার আইটিআর ফাইল করার জন্য আজ অর্থাৎ ৩১ জুলাইয়ের সময়সীমা মিস করেন তবে আপনি ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত রিটার্ন ফাইল করতে পারেন। তবে এরজন্য দিতে হবে জরিমানা। আপনাকে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত লেট ফি দিতে হবে। আয়কর আইন, ১৯৬১ এর ধারা 234F অনুসারে, আপনার যদি মোট আয় ৫ লাখ টাকার বেশি হয়, তাহলে বিলম্বিত ITR ফাইল করার জন্য ৫,০০০ টাকা এবং যদি আপনার আয় ৫ লাখ টাকার কম হয় তাহলে বিলম্বিত ITR ফাইল করার জন্য ১,০০০ টাকা জরিমানা দিতে হবে।

Advertisement

দ্বিতীয়ত, আপনার পক্ষ থেকে ট্যাক্স বকেয়া থাকলে, পেমেন্ট করা পর্যন্ত বকেয়া পরিমাণের উপর অতিরিক্ত সুদও নেওয়া হবে। আয়কর আইন, 1961-এর ধারা 234A অনুসারে, আজ থেকে শুরু হওয়া মাসের জন্য ১% হারে অতিরিক্ত সুদ নেওয়া হবে।

Advertisement
Advertisement

তৃতীয়ত, নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করা হলে করদাতাদের নির্দিষ্ট ডিডাকশনের সুবিধা দাবি করতে বা বাড়ির সম্পত্তির বিক্রি সংক্রান্ত অন্য লোকসান বাঁচাতে পারবেন না।

চতুর্থত, আয়কর রিটার্ন দাখিল না করার ক্ষেত্রে, আয়কর কর্মকর্তা এটি কর ফাঁকি হিসাবে ধরবেন। এতে আয়কর আইনের ধারা 276CC এর নিয়ম অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আপনাকে ৬ মাস থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

Advertisement

Related Articles

Back to top button