ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লাভদায়ক FD স্কিমের মেয়াদ আরও বাড়িয়ে দিল ব্যাংক, উচ্চ হারে সুদের সুবিধা নিতে পারবেন আপনিও

Advertisement
Advertisement

আপনি যদি এফডিতে উচ্চ হারে সুদের সুবিধা নেওয়ার কথা ভেবে থাকেন, তবে এই খবরটি আপনার জন্য খুব বিশেষ হতে পারে। IDBI ব্যাঙ্ক তার বিশেষ এফডি স্কিমের বিনিয়োগের সময়সীমা বাড়িয়েছে। যার ফলে গ্রাহকদের অনেকে আরও বেশি লাভের আশা করতে শুরু করেছেন। আইডিবিআই ব্যাঙ্কের ৩৭৫ দিন এবং ৪৪৪ দিনের এফডি স্কিমগুলি মানুষের মধ্যে বেশ জনপ্রিয়, কারণ এই প্ল্যানে বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়ে থাকে ব্যাংক। ব্যাংকের এই এফডি স্কিমটি অমৃত মহোৎসব এফডি নামে পরিচিত। এর শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩। তবে ব্যাংকটির পক্ষ থেকে এর সময়সীমা আরো ১ মাস বাড়ানো হয়েছে।

Advertisement
Advertisement

 

Advertisement

অমৃত মহোৎসব এফডি স্কিমে সর্বাধিক হারে সুদের সুবিধা দেওয়া হয়। এই স্কিমের সময় সীমা আরও বাড়িয়ে দিয়েছে ব্যাংক। এখন আপনি এটিতে বিনিয়োগ করতে পারবেন ৩১ অক্টোবর পর্যন্ত। আইডিবিআই ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে অমৃত মহোৎসব এফডি-র উৎসব অফারটি ৩৭৫ দিন এবং ৪৪৪ দিনের জন্য ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে ৪৪৪ দিনের অমৃত মহোৎসব এফডি স্কিমে নিয়মিত এনআরই ও এনআরও গ্রাহকরা ৭.১৫ শতাংশ হারে সুদের সুবিধা পাচ্ছেন।

Advertisement
Advertisement

একই সঙ্গে প্রবীণ নাগরিকরা এই এফডিতে ৭ দশমিক ৬৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। সেই সঙ্গে গ্রাহকরা সময়ের আগেই তা অপসারণ ও বাঙ্ক করার সুবিধা পাচ্ছেন। ৩৭৫ দিনের বিশেষ এফডিধারী সাধারণ গ্রাহকরা ৭ দশমিক ১০ শতাংশ হারে সুদের সুবিধা পাচ্ছেন। এ ছাড়া বয়স্ক তালিকার মধ্যে থাকা খাতকদের এই এফডিতে ৭ দশমিক ৬০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button