খেলাক্রিকেট

IPL এর চাপে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে ICC!

আসন্ন দিনে দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরাত টি-টোয়েন্টি লিগের আয়োজন করতে চলেছে

Advertisement
Advertisement

হ্যাঁ, এমনই পরিকল্পনা গ্রহণ করতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (international cricket council)। সূত্রের খবর, আইসিসির প্রেসিডেন্ট সম্প্রতি আইপিএলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। আর ম্যাচ শেষে এমনটাই ইঙ্গিত দিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। 

Advertisement
Advertisement

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রেগ বার্কলে বলেন, আইপিএলের পরিধি বেড়েছে। তাই দুই দেশীয় সিরিজ আয়োজন করতে বেশ অসুবিধা হচ্ছে। আইপিএলে দলের সাথে সাথে ম্যাচের সংখ্যা বেড়েছে। তাছাড়া আগে ৬০ ম্যাচ গড়াতো মাঠে। সেখানে ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪!

Advertisement

তিনি আরও বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে ৫৫ দিনের মধ্যে সমাপ্ত হয়েছে আইপিএলের খেলাগুলি। তবে দলের সংখ্যা বেড়ে যেতে সেই দিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৫। সে ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটে বাকি ম্যাচগুলো প্রায় থমকে দাঁড়িয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে একটাই কাজ করা যেতে পারে, আর সেটা হল বিশ্বকাপের দলের পরিমাণ বৃদ্ধি করা।

Advertisement
Advertisement

আসন্ন দিনে দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরাত টি-টোয়েন্টি লিগের আয়োজন করতে চলেছে, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কাউকে ঘরোয়া লিগ আয়োজন করা থেকে বিরত রাখতে পারিনা। তবে আমরা আইসিসির ইভেন্ট গুলো বাড়ানোর চেষ্টা করছি। ফলে টি-টোয়েন্টি লিগের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বিশেষ পরিবর্তন আসবে বলে মনে করছি।

আপনাদের জানিয়ে রাখি, বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের আসর বসে ভারতে। ৮ দলের পরিবর্তে ১০টি দল নিয়ে এই মেগা টুর্নামেন্ট আয়োজিত হতেই তার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশি ক্রিকেটারদের পাশাপাশি একাধিক বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছে।

Advertisement

Related Articles

Back to top button