নিউজপলিটিক্সরাজ্য

“জেলে থাকবো তাও বিজেপি বা সিপিএম এর কাছে মাথা নত করব না”, কোচবিহার থেকে মন্তব্য মমতার

Advertisement
Advertisement

একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস পূর্ণ উদ্যমে ভোট প্রচারের কাজে নেমে পড়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। গতকাল জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জনতার জন্য জনসভা করেছিলেন। তিনি গতকাল অর্থাৎ বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করছেন। আর সেই জনসভা থেকে সদ্য তৃণমূল ছাড়া বা দল বেসুরোদের উদ্দেশ্যে তিনি প্রবল কটাক্ষ করেন।

Advertisement
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহারের জনসভাতে দাঁড়িয়ে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেই সাথে তিনি দল বেসুরোদের প্রতি বার্তা দিয়েছেন। তিনি বিদ্রোহী তৃণমূলীদের বিরুদ্ধে গিয়ে বলেছেন, “তৃণমূল দলটা যখন তৈরি হয়েছিল তখন ছিল একটা ছোট্ট চারাগাছ। সেই চারাগাছকে আগলে রাখতে হতো যাতে না গরু বা ছাগল এসে খেয়ে নেয়। তারপর আস্তে আস্তে সেই চারাগাছ বড় হয়ে এখন বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে। এই বটবৃক্ষকে আর আগলে রাখতে হয় না। বরং এই বিশাল বটবৃক্ষ অনেককে ছায়া দেয়।”

Advertisement

তারপরই তিনি জানিয়েছেন, “একটা এত বড় বটবৃক্ষের মতো দল থেকে দু’একজন চলে গেলে কিছু যায় আসে না। আসলে নির্বাচনের আগে ওদের ভয়ে আছে যদি না কাজ করার জন্য টিকিট না পাওয়া যায় বা নিজের আখের যদি না গোছাতে পারে।” সেই সাথে তিনি জানিয়েছেন “অনেকে আবার ভয় পায় তাদের জেলে নিয়ে চলে যাবে। আমি জেলে গিয়ে থাকতে পছন্দ করব, কিন্তু তাও বিজেপি বা সিপিএম এর সামনে মাথা নত করব না।”

Advertisement
Advertisement

এছাড়াও তিনি এদিন বলেন, “বিজেপি বাংলায় বহিরাগত গুন্ডা আরএসএস দের আনার চেষ্টা করছে। বাংলার মানুষ না বুঝতে পেরে তাদের ঢুকতে দিলে তারা বাংলায় অত্যাচার চালাবে। তিনি সেই সাথে বলেন, আমি বিবেকানন্দের হিন্দু ধর্ম বা রামকৃষ্ণের হিন্দু ধর্ম বিশ্বাস করি কিন্তু আরএসএসের অরাজক গুন্ডা হিন্দু ধর্ম বিশ্বাস করিনা।” তাই তিনি উপস্থিত জনতাকে অনুরোধ জানিয়েছেন যে লোকসভা ভোটে তৃণমূলের পাশে না দাঁড়ালেও যাতে তারা আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূলের সাথে থাকে।

Advertisement

Related Articles

Back to top button