নিউজদেশ

Hydrogen Train: জার্মানির পর এবারে ভারতীয় চলবে হাইড্রোজেন ট্রেন, জেনে নিন রুট এবং ভাড়া

ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনটি হরিয়ানার জিন্দ জেলা থেকে চালানো শুরু হতে পারে

Advertisement
Advertisement

এখনো পর্যন্ত ভারতে বিদ্যুৎ এবং ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে ট্রেন চালানো হয়। তবে ভারতে এবারে চালু হবে হাইড্রোজেন চালিত ট্রেন। সম্ভবত, খুব শীঘ্রই ভারতীয় রেলে এই নতুন ধরনের ট্রেন আসতে চলেছে। উত্তর রেলওয়ের মহাব্যবস্থাপক শোভন চৌধুরী বলেছেন, ২০২৩ সালের শেষ নাগাদ হরিয়ানার জিন্দ জেলা থেকে একটি হাইড্রোজেন চালিত ট্রেন চালানো শুরু হবে। ভারতের প্রথম হাইড্রোজেন প্লান্ট এই জেলাতেই স্থাপন করা হয়েছে। সেই কারণেই প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন হরিয়ানার এই জেলা থেকেই শুরু হবে।

Advertisement
Advertisement

কর্মকর্তারা বলছেন এখনও অবধি হাইড্রোজেন চালিত ট্রেন শুধুমাত্র জার্মানিতে চলে। তাই ভারত কবে এই ট্রেন চালু করতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রকৃতপক্ষে হরিয়ানার জিন্দ জেলার কাছেই রেলওয়ে জংশনের কাছে ভারতের প্রথম হাইড্রোজেন প্লান্ট স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রে জল থেকে হাইড্রোজেন তৈরি করা হয়। কর্মকর্তাদের কথায় প্লান্টের উন্নয়নের কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। তাই খুব শীঘ্রই ভারতে এই ধরনের ট্রেন চালু করা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, হাইড্রোজেন ট্রেনের প্রথম প্রোটোটাইপ উত্তর রেলওয়ের সোনিপত সেকশনের মধ্যে শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থ বর্ষের মধ্যে এই হাইড্রোজেন জ্বালানি ভিত্তিক ট্রেন শুরু হবে বলে মনে করা হচ্ছে। আদতে এই ট্রেন কিন্তু অত্যন্ত পরিবেশবান্ধব এবং এখনো পর্যন্ত যে সমস্ত ট্রেন ভারতে চলে, তার তুলনায় এই ট্রেন অনেক বেশি সুবিধেজনক হবে। তবে এই ট্রেনের সাথে ডিজেল এবং ইলেকট্রিক ট্রেনের কতটা কি পার্থক্য হবে সেই নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button