ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। পুজোর সময় নিজেকে সুন্দর দেখানোর প্রচেষ্টা সকলেরই থাকে। তাই কিভাবে পুজোতে নিজেকে সব থেকে সুন্দর দেখানো যায় তার জন্য প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই। কারণ হাতে আর একদমই সময় নেই। তাই পুজোর আগে ত্বকে সজীবতা ফেরাতে কি করবেন জেনে নিন।
১. পেঁপেঃ ২ চামচ পেঁপের পেস্ট ও দুই চামচ মধু একসাথে মিশিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এবার ১৫ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপেতে রয়েছে হাইড্রোক্সি অ্যাসিড যা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। এটি ত্বককে প্রাকৃতিকভাবে গ্লোয়িং করবে। পুজোর আগে সপ্তাহে ৩ বার করুন এটা।
২. শসাঃ শসাতে রয়েছে প্রচুর পরিমাণে জল যা আপনার ত্বককে হাইড্রেটেড করবে। ২ চা চামচ শসার কুচি, ১/২ কাপ টক দই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। কিছুটা শুকিয়ে গেলে হালকা গরম জল দিলে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এটি ত্বকে একটি শীতল অনুভব দেবে।
৩. লেবুর রসঃ লেবুর রস ত্বকের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের মলিনতা দূর করতে সাহায্য করে। এক চা চামচ লেবুর রস, ডিমের সাদা অংশ ও ১/২ চা চামচ দুধের সর মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে এক বা দুইবার ব্যবহার করুন। পুজোর আগে আপনার ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করুন এই উপায় গুলি।