টেক বার্তা

কি করে জানবেন আপনার PF এর সুদের হার? জেনে নিন উপায়

Advertisement
Advertisement

কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডকে অবসর বেনিফিট স্কিম বলা চলে। এই স্কিম বেতনভোগী সমস্ত কর্মচারীদের জন্য উপলব্ধ। ২০ জন বা তার বেশি কর্মচারী রয়েছে এমন সমস্ত কোম্পানি তাদের কর্মচারীদের বেতন থেকে EPF কাটতে পারবে। তবে একজন কর্মচারীর মূল বেতনের ১২% এর মধ্যে ৩.৬৭ শতাংশ কোম্পানি EPF হিসেবে এবং বাকি ৮.৩৩% পেশন প্রকল্পে দিয়ে থাকে। অর্থাৎ অন্যতম সেরা সঞ্চয় প্ল্যার্টফর্মের মধ্যে এই প্রভিডেন্ট ফান্ডকে অন্যতম বলা চলে। প্রতি মাসের বেতন থেকে সঞ্চিত এই অর্থ কর্মচারীরা তাদের অবসর সময়ে নিতে পারবেন এমনটাই নিয়মে বলা থাকে।

Advertisement
Advertisement

বর্তমানে কত % সুদ দেওয়া হয় EPF এর ক্ষেত্রে?

EPFO বার্ষিক হিসেবে সরবরাহ করা সুদের হারের ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। তবে কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রক হতে জানানো হয়েছে যে, এই সুদের হার বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করবে। EPF তহবিলের বর্তমান সুদের হার ৮.৫% বলা চলে। তবে তা অপরিবর্তিত রয়েছে ২০২০-২১ এ।

Advertisement

সুদের গণনা

মনে করুন ধরে নেওয়া হল আপনি ১৫ হাজার টাকা ভাতা পান। যার বর্তমান সুদের হার ৮.৫%। তাহলে বেসিক বেতন+DA= ১৫ হাজার টাকা। অর্থাৎ EPF ১৫০০০ টাকার ৩.৫৭ শতাংশ অর্থাৎ ৫৫০ টাকার আশেপাশে। মোট সুদের হার বার্ষিক ৮.৫%। অর্থাৎ প্রতি মাসে ০.৭০৮৩%। প্রথম মাসে EPF এ বিনিয়োগ ২,৩৫০ টাকা। তবে তার জন্য কোনও ধরনের সুদ নেই। ২য় মাসে বিনিয়োগ ২,৩৫০ টাকা। মোট EPF ৪৭০০ টাকা। যার সুদ ৩৩.২৯ টাকা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button