টেক বার্তা

শুধুমাত্র একটা মিস কলে ব্যাংক থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা, কীভাবে বাঁচবেন এই জালিয়াতি থেকে

সিম সোয়াপ স্ক্যাম হলো এমন একটি স্ক্যাম যেখানে ব্যবহারকারীরা আপনার সিমের নিয়ন্ত্রণ পেয়ে যায়

Advertisement
Advertisement

আজকালকার দিনে ভারতে নতুন নতুন জালিয়াতি এবং কেলেঙ্কারির খবর উঠে আসছে। সম্প্রতি সিম অদল বদল করে কেলেঙ্কারির ঘটনা আবারো সামনে আসতে শুরু করেছে। সিম সোয়াপ স্ট্যাম্প হল এমন একটি স্ক্যাম যেখানে স্ক্যামার ব্যবহারকারীর সিমের নিয়ন্ত্রণ পেয়ে যায়। স্ক্যামার ব্যবহারকারী ডিভাইসের নিয়ন্ত্রণ পেয়ে গিয়ে সহজেই সেখান থেকে ওটিপি এবং ব্যাংকিং পাসওয়ার্ড সম্পর্কে তথ্য পেতে পারে। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির বুকে এরকমই একটি ঘটনা ঘটে গিয়েছে। জেনে নেওয়া যাক কিভাবে আপনি এর থেকে সুরক্ষিত থাকতে পারবেন।

Advertisement
Advertisement

দিল্লিতে ঘটে যাওয়া ঘটনায় একজন যুবক তার ব্যাংক থেকে ১.৫ লক্ষ টাকা হারিয়ে বসেছেন। গত ফেব্রুয়ারি মাসে দিল্লির প্রাইভেট স্কুলের একজন শিক্ষক এই জালিয়াতির শিকার হয়েছিলেন। তিনি একটি অজানা নম্বর থেকে তিনটি মিসকল পান এবং তারপর এই তার ব্যাংক থেকে আটটি লেনদেন হয় তিন ঘন্টারও কম সময়ের মধ্যে। তার ব্যাংক একাউন্ট থেকে সর্বমোট দেড় লক্ষ টাকা গায়েব হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। জালিয়াতরা তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট দখল করে। শিক্ষক অভিযোগ করেছেন, তিনি কারো সাথে কোন কল টেক্সট বা ওটিপি শেয়ার করেননি। শুধুমাত্র একটা মিসকল আসার পরেই তার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। তারপরেই বোঝা যায় এই বিশাল বড় জালিয়াতীর ব্যাপারে।

Advertisement

Advertisement
Advertisement

এবার প্রশ্নটা হল কিভাবে আপনি এর থেকে বাঁচবেন?

১. অনলাইন একাউন্টের জন্য শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন।

২. শুধুমাত্র এসএমএস ভিত্তিক ২ ফ্যাক্টর অথেন্টিকেশনের ওপরে নির্ভর না করে বিভিন্ন আইডেন্টিফিকেশন অ্যাপ এবং একটি ফিজিকাল সিকিউরিটি ব্যবহার করুন। এছাড়া মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে পারেন আপনার ফোনের এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ এর ক্ষেত্রে।

৩. অনলাইনে এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় অবশ্যই সতর্ক থাকুন।

৪. যদি আপনার ওটিপি পেতে দেরি হয় বা বারবার রিকোয়েস্ট পাঠানোর পরেও ওটিপি না আসে, তাহলে বিষয়গুলোকে অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইট থেকে বেরিয়ে যাবেন।

৫. কোন অজানা নম্বর থেকে ফোন আসলে সহজে সেই ফোন রিসিভ করবেন না। যদি আপনি কোন ভাবে ফোন রিসিভ করে নেন, তাহলে আপনার সিমের সমস্ত তথ্য ওই জালিয়াতের কাছে চলে যেতে পারে।

৬. অনেক সময় মিস কলের মাধ্যমেও জালিয়াতি হয়ে থাকে। সে ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। এই কারণেই কোন অজানা নম্বর থেকে মিস কল আসলে অবহেলা না করে আপনার সমস্ত ব্যাংকিং ডিটেইল সুরক্ষিত করে ফেলুন।

Advertisement

Related Articles

Back to top button