নিউজরাজ্য

দীঘার সমুদ্রে শুরু প্রবল জলোচ্ছাস, ৪ থেকে ৬ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে

Advertisement
Advertisement

ক্রমশ এগিয়ে আসছে আমফান। প্রতিনিয়ত শক্তি বাড়াতে বাড়াতে এগোচ্ছে তা। ইতিমধ্যে দীঘা থেকে মাত্র ২৪০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ‘অতি মারাত্মক’ এই ঘূর্ণিঝড়টি। এর মধ্যেই উত্তাল হয়ে উঠেছে দীঘার সমুদ্র। ৪ থেকে ৬ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। তীব্র জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। মারাত্মক আকার ধারণ করেছে দীঘার উপকূল। কিছুক্ষণের মধ্যেই পূর্ব মেদিনীপুরের এই দীঘা উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান। যার জেরে কড়া সতর্কতা জারি করা হয়েছে দীঘা সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়।

Advertisement
Advertisement

এলাকার বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে দীঘাতেও। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতেই দীঘা এসে পৌঁছেছেন রাজ্যের পরিবহন ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের দীঘা, নন্দকুমার, নন্দীগ্রাম, হলদিয়া এলাকায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রশাসন। নবান্নের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে জেলা প্রশাসনের সঙ্গে।

Advertisement

Advertisement
Advertisement

আমফান নিয়ে যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসনও। ইতিমধ্যে কাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪ টি টিমকে। আজ দুপুর নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে আমফান। ঘূর্ণিঝড় পূর্ববর্তী আবহাওয়ার পরিবর্তন তেমনই ঈঙ্গিত দিচ্ছে। পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সংলগ্ন এলাকাগুলোতে।

Advertisement

Related Articles

Back to top button