ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২ লাখ টাকায় সস্তা বাইক লঞ্চ করলো Hero, দেখে নিন এই বাইকের সব ফিচার

এই নতুন বাইকটি ভারতের বাজারে ব্যাপক সাড়া ফেলবে

Advertisement
Advertisement

একেবারে নতুন ধরনের আধুনিক ডিজাইনের বাইক নিয়ে হাজির হলো Hero। সম্প্রতি ৪৪০ সিসি ইঞ্জিন নিয়ে ভারতের বাজারে এসে হাজির হয়েছে Hero কোম্পানির এই নতুন বাইক। এই নতুন বাইকের নাম রাখা হয়েছে Hero Maverick। এই বাইকে আপনারা পাবেন দারুন ডিজাইন, দারুন ইঞ্জিন এবং দারুন স্পেসিফিকেশন। সম্প্রতি এই বাইকটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে। আর এই বাইকের দাম শুরু হয়েছে মাত্র ২ লাখ টাকা থেকে। গত মাসে এই কোম্পানিটি লঞ্চ করেছিল Hero Xtreme 125R মডেলের একটি বাইক। ফেব্রুয়ারি মাসে এই বাইকটি লঞ্চ হবে বলে জানানো হয়েছিল কোম্পানির তরফ থেকে। সেই মত ভ্যালেন্টাইন্স ডের দিনকে এই নতুন বাইকের ব্যাপারে ঘোষণা করলো Hero। তাই আপনারও যদি এই বাইকটি কেনার ইচ্ছা থাকে, তাহলে জেনে নিন এই বাইকটির স্পেসিফিকেশন।

Advertisement
Advertisement

ম্যাভেরিক বাইকে আপনারা পাবেন একটি ৪৪০ সিসি ইঞ্জিন, যে ইঞ্জিনটি আপনাকে ২৬ হর্সপাওয়ার ক্ষমতা ও ৩৬ nm টর্ক তৈরি করতে পারে। এর সাথে আছে একটি ৬ স্পিড গিয়ার বক্স। ২০০০ rpm গতিতে আপনি ৯০ শতাংশ টর্ক পাওয়া যাবে। হার্লে-ডেভিডসন X440 মডেলের যে ফ্রেম সেই একই ফ্রেম রয়েছে এই বাইকেও। তবে কিছু কিছু জায়গায় আলাদা। ভারতে X440 এর দাম ২.৪০-২.৮০ লাখ টাকা। এতেও রয়েছে ৪৪০ সিসি ইঞ্জিন। হিরো ম্যাভরিক এই বাইকের থেকে ৪০ হাজার টাকা সস্তা। Maverick বাইকের দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। সামনে আছে ৩২০ মিমি ও পিছনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক। এছাড়াও এই বাইকে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আছে।

Advertisement

তিনটে ভ্যারিয়েন্ট রয়েছে এই বাইকটির। বেস মডেলের দাম ১.৯৯ লাখ টাকা। মিড ভ্যারিয়েন্টের দাম ২.১৪ লাখ টাকা এবং টপ মডেলের দাম ২.২৫ লাখ টাকা। সমস্ত মূল্য এক্স-শোরুম। বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য রাখা হয়েছে ৫,০০০ টাকা। বাইকের ডেলিভারি শুরু হবে ১৫ এপ্রিল থেকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button