নিউজরাজ্য

রাজ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করে গেছে বর্ষা, জেলায় জেলায় তুমুল বৃষ্টির সর্তকতা

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Advertisement
Advertisement

দীর্ঘ বেশ কয়েকদিন অপেক্ষা করার পর অবশেষে এসেছে বর্ষা। আর তার জেরে গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করার জন্য রাতভর বৃষ্টি হয়েছে সারা রাজ্যে। বৃহস্পতিবার সকাল থেকে এখনো গোটা পশ্চিমবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, টানা বৃষ্টি চলবে সারা পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং চিন্তা বাড়াতে চলেছে উত্তরবঙ্গের পাঁচটি জেলার বৃষ্টিও।

Advertisement
Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন – নদীয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে। তার সঙ্গেই উত্তরবঙ্গের পাঁচটি জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

অন্যদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা এক লাফে অনেকটা কমবে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। বৃষ্টিমুখর দিন থাকবে আজকে সারাদিন, তাই আজকে সারাদিন আকাশের মুখ ভার। কখনো কখনো এক পশলা দুপশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যদি আপনাকে এর মধ্যেও বাড়ি থেকে বের হতে হয় অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন।

Advertisement
Advertisement

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতরাতে সারারাত বৃষ্টির কারণে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিভিন্ন এলাকা। আজকের আবহাওয়ার পরিস্থিতি কিছুটা এরকমই থাকবে সারা কলকাতায়। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বজায় থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

Related Articles

Back to top button