ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

HDFC FD Interest Rate Hiked: ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল HDFC, SBI-তে টাকা রাখলে কি লাভ হবে?

কয়েকটি মেয়াদের ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক

Advertisement
Advertisement

ফিক্সড ডিপোজিটে এবারে সুদের হার বৃদ্ধি করছে ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংক। কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিট এর সুদের হার বৃদ্ধি করা হয়েছে। জানা যাচ্ছে ২ কোটি টাকার নিচের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নতুন হার কার্যকর হওয়ার ফলে এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা এবার ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। এই সুদের হার কার্যকর হচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য। প্রবীণ নাগরিকরা এর থেকে কিছুটা বেশি সুখ পাবেন। ২১শে ফেব্রুয়ারি থেকে এই নতুন সুদ কার্যকর হচ্ছে।

Advertisement
Advertisement

এইচডিএফসি ব্যাংকের বর্তমান সুদের হার –

Advertisement

৭ দিন থেকে ১৪ দিন: ৩ শতাংশ।
১৫ দিন থেকে ২৯ দিন: ৩ শতাংশ।
৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাংশ।
৪৬ দিন থেকে ৬০ দিন: ৪.৫ শতাংশ।
৬১ দিন থেকে ৮৯ দিন: ৪.৫ শতাংশ।
৯০ দিন থেকে ৬ মাস: ৪.৫ শতাংশ।
৬ মাস ১ দিন থেকে ৯ মাস: ৫.৭৫ শতাংশ।
৯ মাস ১ দিন থেকে ১ বছরের কম: ৬ শতাংশ।
১ বছর থেকে ১৫ মাসের কম: ৬.৬ শতাংশ।
১৫ মাস থেকে ১৮ মাসের কম: ৭.১ শতাংশ।
১৮ মাস থেকে ২১ মাসের কম: ৭ শতাংশ।
২১ মাস থেকে ২ বছর: ৭ শতাংশ।
২ বছর ১ দিন থেকে ৩ বছর: ৭ শতাংশ।
৩ বছর ১ দিন থেকে ৫ বছর: ৭ শতাংশ।
৫ বছর ১ দিন থেকে ১০ বছর: ৭ শতাংশ।

Advertisement
Advertisement

অন্যদিকে, ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিজেদের সুদের হার কিছুটা পরিবর্তন করেছে। সাত দিন থেকে দশ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিট চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন ফিক্সড ডিপোজিট একাউন্টে। প্রতিটি মেয়েদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বাড়তি ৫০ বেসিস পয়েন্ট সুদ প্রদান করে থাকে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ইতিমধ্যেই ১৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে শুরু করেছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট সুদের হার –

৭ দিন থেকে ৪৫ দিন: ৩ শতাংশ।
৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
১৮০ দিন থেকে ২১০ দিন: ৫.২৫ শতাংশ।
২১১ দিন থেকে ১ বছরের কম: ৫.৭৫ শতাংশ।
১ বছর থেকে ২ বছরের কম: ৬.৮ শতাংশ।
৪০০ দিন: ৭.১ শতাংশ।
২ বছর থেকে ৩ বছরের কম: ৭ শতাংশ।
৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৫ শতাংশ।
৫ বছর থেকে ১০ বছর: ৬.৫ শতাংশ।

Advertisement

Related Articles

Back to top button