ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বুড়ো বয়সে কারও কাছে হাত পাতার দরকার নেই, ১০১% রিটার্নের সুবিধা দিচ্ছে এই পেনশন স্কিম

Advertisement
Advertisement

বার্ধক্যের পর প্রত্যেকেরই পেনশন প্রয়োজন। এই পরিস্থিতিতে আপনাকেও আগামী দিনের কথা ভাবতে হচ্ছে। যাতে অবসরের পর কারো সামনে হাত পাতার প্রয়োজন না হয়। বাজারে এমন অনেক বীমা সংস্থা রয়েছে যারা বিভিন্ন উপায়ে পেনশন পরিকল্পনা সরবরাহ করছে।

Advertisement
Advertisement

এইচডিএফসির এই ক্ষেত্রে একটি পেনশন পরিকল্পনাও রয়েছে। এসআইপি পরিকল্পনা একটি বিশেষ ব্যক্তিগত পেনশন পরিকল্পনা। বিনিয়োগের জন্য ৫ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বিনিয়োগের বিকল্প রয়েছে। এটিতে একযোগে এবং কিস্তিতে বিনিয়োগ করা যেতে পারে। সেই সঙ্গে বোনাসের সুবিধাও রয়েছে।

Advertisement

HDFC pension plan

Advertisement
Advertisement

বিনিয়োগকারীর মৃত্যুর পরে, পরিবার এবং মনোনীত ব্যক্তি প্রদত্ত মোট প্রিমিয়ামের উপর ১০১% রিটার্ন পাওয়া যেতে পারে। একই সঙ্গে আজীবন আয়ের নিশ্চয়তা দেওয়া হয়। এর পাশাপাশি বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক আয়ের সুবিধা রয়েছে। 18 থেকে 75 বছর বয়সের মধ্যে যে কেউ এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এই পরিকল্পনার অধীনে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। ৫০ হাজার টাকার একক বিনিয়োগ আজীবন আয় দেয়। পেনশনের পরিমাণ মাসিক কমপক্ষে ১ হাজার টাকা।

একই সময়ে, আপনি মাসিক ২,৬২৫ টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন। যদি কোনও ব্যক্তির বয়স ১৮ বছর হয় তবে তিনি এতে বিনিয়োগ করতে পারেন এবং মাসিক ৩০ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। ৪০ বছর পর মেয়াদপূর্তিতে বিনিয়োগকারী পাবেন ৭ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ১৪ টাকা।

Advertisement

Related Articles

Back to top button