ক্রিকেটখেলা

ইডেনে ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরু করবেন হাসিনা-মমতা

Advertisement
Advertisement

তড়িৎ ঘোষ : ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়া নিয়ে সকলের মধ্যেই উৎসাহের অন্ত নেই। প্রতি মুহূর্তেই আসতে চলেছে একের পর এক চমকে দেওয়ার মতো খবর। এই ম্যাচ কে স্মরণীয় করে রাখতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি কর্তৃপক্ষ আয়োজনের কোন খামতি রাখতে চায় না। এই ঐতিহাসিক ম্যাচে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও খেলাধুলা জগতের অন্যান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ।

Advertisement
Advertisement

জানা গিয়েছে ঘন্টা বাজিয়ে ঐতিহাসিক এই ম্যাচ শুরু করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা পরিষদের ১৩ জন স্পেশাল সিকিউরিটি ফোর্স সদস্য আজ ইডেন পরিদর্শনে আসেন। তারা ঘুরে দেখেন পুরো স্টেডিয়াম, খতিয়ে দেখেন নিরাপত্তার বিষয়গুলি। তারপর তারা জানান “ইডেনের নিরাপত্তা দেখে আমরা অত্যন্ত খুশি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বসবেন সেই ভিভিআইপি বক্সে চেয়ারের সংখ্যা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং ওয়াইফাই ও পর্যাপ্ত ফোনের ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে”।

Advertisement

সূত্রের খবর, ২২ শে নভেম্বর ম্যাচের দিন সকাল সাড়ে দশটা নাগাদ ঢাকা থেকে বিমানে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকতে চলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button