দেশনিউজ

ভেঙে গেল তিনমাসের সংসার, শহীদ জওয়ানের দেহের সামনে নির্বিকার স্ত্রী

Advertisement
Advertisement

গত শনিবার রাতে উত্তর কাশ্মীরের হান্ডওয়ারার রাজওয়াতে পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ দেন ভারতের পাঁচজন নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে একজন ছিলেন মেজর অনুজ সুদ (৩০)। এদিন বুধবার অনুজ সুদের শেষকৃত্য সম্পন্ন করা হয় চন্ডীগড়ে। যখন প্রতিবেশীর কাছ থেকে উত্তর কাশ্মীরের হতাহতের খবর শোনে সামরিক কর্মী অনুজ সুদের পরিবার তখনই টিভির চ্যানেলে দৃষ্টি চলে যায়।

Advertisement
Advertisement

তার কিছুক্ষণ পরেই বাড়ির ল্যান্ড ফোন বেজে ওঠে। শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু তার কিছুক্ষন পরেই যে পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে তা ভাবতে পারেনি মেজর অনুজ সুদের পরিবার। কাশ্মীরের হান্ডওয়ারাতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ হয়েছেন মেজর অনুজ সুদ। আর এই খবরে মন ভেঙে গিয়েছে ভারতবাসীর। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘোরাঘুরি করছে। যেখানে দেখা যাচ্ছে মেজর অনুজ সুদের কফিন বন্দী দেহের সামনে চুল এলোমেলো, মুখ চোখ শুকিয়ে যাওয়া ও পরনে সাদা কুর্তা, জলে ঝাপসা হয়ে চোখদুটো স্থির হয়ে আছে কফিন বন্দী দেহের দিকে। যেন চোখ দুটি বলতে চাইছে, ‘তোমার জন্য আমি গর্বিত, তুমি শহিদ।’

Advertisement

বছর পঁচিশের ওই তরুনী যেন নির্বাক হয়েই বলছেন, ‘আমাদের পরিনতি কি এটাই ছিল?’ ওই তরুনী মেজর ও শহিদ অনুজ সুদের স্ত্রী আকৃতি সুদ। মাত্র মাস তিনেক আগে সংসার বেঁধেছিলেন তাঁরা। এত তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যাবে তা অপ্রত্যাশিত ছিল অনুজ সুদের পরিবারের কাছে। মেজর অনুজ সুদের বাবা চন্দ্রকান্ত সুদ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, তিনি জানিয়েছেন, ‘ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, তাতে আমরা গর্বিত।’

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button