জীবনযাপনজ্যোতিষ

Hair Wash Rules: নিয়ম মেনে চুল ধুলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী, বাড়বে সম্পাদও

×
Advertisement

যেকোনো মানুষের কাছে চুল খুবই প্রিয় একটি জিনিস। আর চুলের যত্ন নিতে অনেক ধরনের পদ্ধতিই আমরা অনুসরণ করে থাকি। কখনো পার্লারে গিয়ে, আবার কখনো ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করে থাকি। তবে চুলের যত্ন নেওয়ার জন্য অন্যতম একটি প্রয়োজনীয় কাজ হল শ্যাম্পু করা। আর সেই কাজেরই রয়েছে একাধিক নিয়ম, যা মেনে চললে সন্তুষ্ট হন স্বয়ং মা লক্ষীও। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা রয়েছে তেমনটাই।

Advertisements
Advertisement

জেনে নিন কোন দিনে কাদের চুল ধোয়া উচিৎ! আর কোন দিনে নয়?

Advertisements

• বুধবার: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুধবার অবিবাহিত মহিলা কিংবা মেয়েদের একেবারেই চুল সাবান দিয়ে কিংবা শ্যাম্পু দিয়ে ধোয়া উচিৎ নয়। যারা এদিন চুল ধোন তাদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়।

Advertisements
Advertisement

• বৃহস্পতিবার: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এদিন পুরুষ কিংবা মহিলা কারোরই শ্যাম্পু দিয়ে চুল ধোয়া বা পরিষ্কার করা উচিৎ নয়। এক্ষেত্রে অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে পারে বলেই মনে করা হয়।

• শুক্রবার: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শুক্রবারকে মা লক্ষ্মীর দিন হিসেবে ধরা হয়। এই দিন মহিলাদের ভালোভাবে শ্যাম্পু দিয়ে কিংবা সাবান দিয়ে চুল পরিষ্কার করা উচিৎ। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। তার আশীর্বাদে ফুলে ফেঁপে ওঠে সংসার। পাশাপাশি এদিন চুল কাটা শুভ বলেও মনে করা হয়।

• শনিবার: এই দিন চুল কাটা কিংবা চুলের তেল দেওয়া বা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা অশুভ বলে ধরা হয়। এই কথাটি ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

শুভ সময়:

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, পূর্ণিমা, একাদশী কিংবা অমাবস্যার দিন কখনই চুল কাটা কিংবা সাবান দিয়ে চুল পরিষ্কার করা উচিৎ নয়। এটি অশুভ বলে মনে করা হয়। যদি কেউ কোনো অনুষ্ঠান কিংবা উৎসবের জন্য প্রস্তুতি নিতে চান তাহলে, এই কাজটি আগে থেকেই করে রাখলে ভালো হয়। পাশাপাশি উপবাসের দিনেও চুল ধোয়া উচিৎ নয় বলেই মনে করা হয়। পাশাপাশি যারা রোজা রাখেন তাদের রোজা রাখার অন্তত একদিন আগে চুল ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিৎ। যদি কোন কারণে রোজার দিন চুল ধোয়ার প্রয়োজন পরে তাহলে, কাঁচা দুধ চুলে লাগানোর পরই চুল ধোয়া উচিৎ বলেই মনে করা হয়।

Related Articles

Back to top button