খুব সম্প্রতি অভিনেত্রী গোলাপি রঙের একটি ছোট পোশাকে রিল ভিডিও বানিয়েছেন। আর সেই ভিডিও বানানোর সূত্র ধরেই একাধিক কু-মন্তব্য শুনতে হয়েছে তাকে। ভিডিওতে অঞ্জলি ছোট পোশাকে উপস্ মোমেন্টের শিকার হয়েছেন। নাচার সময় তার পোশাক বারবার উঠে যাচ্ছিল, দৃশ্যমান হচ্ছিল তার অন্তর্বাস। আর সেই ঝলক খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি গোটা নেটদুনিয়ার। বেশিরভাগই তাকে ভদ্র পোশাক পরার পরামর্শ দিয়েছেন। কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে।
Anjali Arora: ছোট পোশাকে রিল বানাতে গিয়ে উপস্ মোমেন্টের শিকার অঞ্জলি আরোরা, একাংশের মাঝে কটাক্ষের তীরে বিদ্ধ অভিনেত্রী
বর্তমানে অঞ্জলি আরোরা আজকের প্রজন্মের কাছে অন্যতম পরিচিত মুখ। 'কাঁচা বাদাম' খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য, এই গানের সাথে রিল বানিয়েই এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত…

আরও পড়ুন