মাথায় চুল পড়ে গেলে অনেকেই দুশ্চিন্তা এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। মাথার চুল ধরে রাখার জন্য কতকিছুই না করেন। আর বর্ষাকালে আমাদের মাথার চুল খুবই ঝরে। বর্ষাকালে জলীয় বাষ্প এবং আর্দ্রতার জন্য চুল সহজে শুকাতে চায়না, আর চুলের গোড়ায় জল জমে থাকার ফলেই গোড়া নরম হয়ে চুল ঝরে যেতে থাকে। একটি সাধারণ ঘরোয়া পদ্ধতি কাজে লাগিয়ে সহজেই বর্ষাকালে অতিরিক্ত চুল ঝরার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। কি সেই টোটকা জেনে নিন।
এর জন্য চাই কয়েকটি পেয়ারা পাতা। প্রথমে ৭-৮ টি পেয়ারা পাতা নিয়ে এক কাপ জলে ২০ থেকে ৩০ মিনিট সিদ্ধ করে নিন। এরপর ওই গরম জলে আরও এক কাপ ঠান্ডা জল মেশান। মিশ্রণটা ঠান্ডা হলে মাথার ত্বকে অর্থাৎ চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ১ ঘন্টা। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনদিন রাতে শোয়ার আগে এই কাজ করতে পারলে এই বর্ষাকালে চুল পড়ার হাত থেকে রক্ষা পাবেন।
পেয়ারা পাতায় আছে প্রচুর ভিটামিন যা চুলের স্বাস্থ্যের জন্যে খুবই জরুরি। চুলের গোড়া মজবুত করতে এটি খুবই সাহায্য করবে। তাই বর্ষাকালে পেয়ারা পাতা এইভাবে সিদ্ধ করে মাথায় মাখুন, চুল ঝরা বন্ধ হয়ে যাবে। গজাবে নতুন চুল।