BB Specialম্যাগাজিন

ভারতীয় ভক্তি আন্দোলনের পথিকৃৎ গুরু নানক, তার জন্মদিনে জেনেনিন তার জীবনী

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : গুরু নানকের জন্মদিন ১৪৬৯ খ্রিস্টাব্দের ১৫ এপ্রিল। কিন্তু শিক্ষা প্রধানত তার জন্মদিন পালন করেন তিথি অনুসারে। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্ম দিবস পালন করা হয়। যা ‘গুরু নানক জয়ন্তী’ নামে পরিচিত। আধুনিক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত লাহোরের পাশে অবস্থিত রাজবন্দী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নানকের নামানুসারে তার জন্মস্থানের নাম রাখা হয় ‘নানকানা সাহেব’। এখানে শিখদের একটা বড় উপাসনালয় আছে যার নাম ‘গুরুদুয়ারা জনম আস্থান।’

Advertisement
Advertisement

গুরু নানক ১৫০২ খ্রিস্টাব্দ নাগাদ লাহোর থেকে ২৫ কিলোমিটার দূরত্বের ধারে এক বিশাল জলাশয় ধারে এক মন্দির তৈরি করার স্বপ্ন দেখেন যা তিনি জীবদ্দশায় দেখে যেতে পারেননি। এই জলাশয় টির নাম রাখেন অমৃত সায়র। তার থেকেই শহরের নাম হয় অমৃতসর। ১৫৮৮ খ্রিস্টাব্দে শিখ গুরু অর্জুন সিং অমৃতসরের স্বর্ণ মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Advertisement

১৫৩৯ খ্রিস্টাব্দের ২২ শে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তারপুর নামক স্থানে তিনি নিরুদ্দেশ হয়ে যান। আবার এও কথিত আছে, নানান মুসলমান বন্ধুর সাথে বাইন নদীতে স্নান করতে গিয়ে তিনি হারিয়ে যান। তার কোন খোঁজ পাওয়া যায়নি।

Advertisement
Advertisement

সংস্কৃত ভাষায় ‘গুরু’ শব্দের অর্থ শিক্ষক বা সহায়ক। গুরু নানক শিখ ধর্মের প্রথম গুরু এবং তিনি তার এক শিষ্য কে উত্তরাধিকারী হিসাবে নির্বাচিত করেন।

Advertisement

Related Articles

Back to top button