দেশনিউজ

দারুন সুখবর ভারতীয় রেলে, দাম কমলো ট্রেনের টিকিটের

×
Advertisement

ট্রেনে যাতায়াত আরও সস্তা হতে চলেছে, জানালো IRCTC. IRCTC এর তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে UPI বা BHIM অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে পেমেন্ট করলে ছাড় দেওয়া হবে টিকিটের সার্ভিস চার্জে। IRCTC জানিয়েছে তারা, PhonePe, Google Pay, Paytm এর UPI এর মাধ্যমে পেমেন্ট করলে ছাড় দেওয়ার পরিকল্পনা করেছে। ভারতে অনলাইন পেমেন্টস জনপ্রিয় করাই এর মূল লক্ষ্য বলে জানিয়েছে IRCTC.

Advertisements
Advertisement

বর্তমানে কনভিনেন্স চার্জ হিসেবে প্রতি নন এসি টিকিট পিছু IRCTC, ১৫ টাকা করে এবং এসি টিকিট পিছু ৩০ টাকা করে ধার্য করে। কিন্তু নতুন এই নিয়মে প্রতি নন এসি টিকিট পিছু ১০ টাকা করে এবং এসি টিকিট পিছু ২০ টাকা করে কনভিনেন্স চার্জ ধার্য করবে। এমনটাই জানানো হয়েছে IRCTC এর তরফ থেকে। প্রসঙ্গত এর আগে IRCTC এর তরফ থেকে একটি লাকি ড্র ঘোষণা করা হয়েছিল। যেখানে UPI বা BHIM অ্যাপ্লিকেশনগুলির এর মাধ্যমে পেমেন্টে ভাগ্যবান ১০০০ জনকে ৫০০ টাকা ক্যাশব্যাক পান।

Advertisements

দেশে অনলাইন পেমেন্ট প্রচারের জন্য, ভারতীয় রেল সম্প্রতি প্রচুর উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই, গ্রাহকরা যদি রেলওয়ে সংরক্ষিত কাউন্টারগুলিতে UPI বা BHIM অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে অর্থ প্রদান করেন তবে তারা 5% ছাড় পান। রেলওয়ের সংরক্ষিত কোনো কাউন্টার থেকে যদি ১০০ টাকার টিকিট বুক করেন তাহলে ৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ১২ই জুন, ২০২০ পর্যন্ত থাকবে এই সুবিধাটি।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button