এসবিআই দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা কিছু আলাদা নিয়মের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে। অন্যসব ব্যাংকের সঙ্গে এর নিয়ম অনেকটাই আলাদা। এবার এসবিআই গ্রাহকদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন সুবিধা। আগামী ১লা সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাংকের বেশকিছু লোনে কমছে সুদের হার। গৃহঋণে সুদের হার কমছে ০.২০ শতাংশ। গৃহঋণের জন্য দিতে হবে ৮.০৫ হারে সুদ। এবার শুধু বাড়ি নয় বাড়ির সঙ্গে এবার গাড়ি কিনতেও গুনতে হবে কম সুদ। লাগবেনা এছাড়া লাগবেনা কোনরকম প্রসেসিং ফি। সুদের হার হচ্ছে ১০.৭৫ শতাংশ। এছাড়া পার্সোনাল লোনের ক্ষেত্রে কমছে সুদের হার।
Related Articles
Bank Account: একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই গুনতে হবে মোটা অংকের জরিমানা? কি বলছে RBI-এর নতুন গাইডলাইন?
December 15, 2024
Post Office Scheme: মাসে মাসে ২০ হাজার টাকা পেনশন পাবেন, বাম্পার স্কিম নিয়ে এলো পোস্ট অফিস
December 14, 2024